Ritabhari Chakraborty: ঋতাভরীর অভিনব শিশু দিবস পালন

Ritabhari Chakraborty

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), যেমন তার সৌন্দর্য তেমন তার হাতের কাজ । এর জন্য অনেকেই তাকে বলেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ।

এছাড়াও আমাদের সকলেরই জানা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শিশুদের কতখানি পছন্দ করে , শিশুদের প্রতি তার মনে রয়েছে আলাদা এক জায়গা। তার জন্যই একেবারে আলাদাভাবে যুক্ত রয়েছেন একটি বিশেষ সংস্থার সাথে । আইডেল স্কুল ফর দ্য ডিফস নামক এক বিদ্যালয়ের সাথে বহুদিন ধরেই যুক্ত ঋতাভরী ।প্রতি বছর মতো এবছরও শিশু দিবস উপলক্ষে সেই শিশুদের সঙ্গে সময় কাটালেন তিনি । সময় কাটালেন কেক কেটে খাবার খেয়ে এবং অনেক মজা করে।

   

আজ শিশুদের সাথে তিনিও হয়ে গেছিলেন ছোট্ট একটি শিশু, ফিরে গেছিলেন নিজের শৈশবে, যথারীতি তাকে দেখে বাকি শিশুরাও খুবই উত্তেজিত হয়ে পড়ে।

আজ ঋতাভরীর মা শতরুপা সান্যাল কেও দেখা যায় তাদের এই উৎসবে শামিল হতে। আজকের দিন উপলক্ষে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাতেই প্রচুর মানুষরা শুভেচ্ছা বার্তা দেয়। এর আগেও তার এই ধরনের উদ্যোগকে নিয়ে প্রশংসা করে টলিপাড়া থেকে নেটিজেনরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন