Parno Mittra: লাস্যময়ী অবতারে সোস্যাল মিডিয়া ভাইরাল অভিনেত্রী পার্নো

বাংলা বিনোদন জগতের অভিনেত্রীদের মধ্যে সুন্দরী হিসাবে সহজেই উঠে আসে পার্নো মিত্রের (Bengali actress Parno Mittra) নাম। ছোট পর্দা থেকে শুরু করে বড়ো পর্দা সব জায়গাই তাঁর অভিনয় সাবলীল। রূপের সাথে যেনো তাঁকে গুনেও দক্ষ করে পাঠিয়েছেন ভগবান।

Bengali actress Parno Mitra's latest hot and glamorous photoshoot

বাংলা বিনোদন জগতের অভিনেত্রীদের মধ্যে সুন্দরী হিসাবে সহজেই উঠে আসে পার্নো মিত্রের (Bengali actress Parno Mittra) নাম। ছোট পর্দা থেকে শুরু করে বড়ো পর্দা সব জায়গাই তাঁর অভিনয় সাবলীল। রূপের সাথে যেনো তাঁকে গুনেও দক্ষ করে পাঠিয়েছেন ভগবান। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আর তেমন ভাবে বলার কিছু নেই, কারণ তাঁর অভিনয় সমাজে সকল শ্রেণীর মানুষের নজর কাড়ে।

তবে কেরিয়ারের শুরু থেকেই অন্যদের থেকে বেশ অনেকটাই আলাদা এই টলি অভিনেত্রী। তার কারণ হিসাবে অবশ্য বলা চলে অভিনেত্রীর সাহসী মনোভাব। পোশাক পছন্দ করার দিকেও তিনি বারবার একটি ভিন্ন ধারায় বিশ্বাসী। ঠিক সেই কারণেই তাঁকে মাঝে মধ্যেই দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসে খোলামেলা ভাবে।

আর সেই সমস্ত পোশাক পরে তিনি সহজেই তরুণ প্রজন্মের রাতের ঘুম কারেন সহজেই। তবে সম্প্রতি তাঁকে দেখা গেল এক ভিন্ন ধরনের শাড়িতে। জিগজ্যাগ প্যাটার্নের শাড়িতে নিজের রূপের মায়াজাল বিস্তার করছেন তিনি। শুধু তাই নয়, সেই সাথে ছিল ডিপ নেক ব্লাউজ আর মানানসই মেকআপ। এই ছবি অবশ্য নিজেই শেয়ার করে নিয়েছেন তাঁর ভক্তদের সাথে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by I AM by Dolly Jain (@iambydollyjain)

তবে এত সুন্দর শাড়ির নেপথ্যে কে রয়েছে শুনলে অবাক হবেন আপনিও। এই শাড়িটি তৈরি করেছে বলিউডের বিখ্যাত কস্টিউম ডিজাইনার ডলি জৈন। হ্যাঁ, ঠিকই ধরেছেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কাটরিনা কাইফ সকলেরই বিয়ের পোশাক তিনি নিজেই ডিজাইন করেছিলেন। আর এবার তাঁর ছোয়া লাগলো বাংলার টলি পাড়ায়।