Nusrat Jahan: টিউব টপে লাস্যময়ী পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন বঙ্গ অভিনেত্রী নুসরত

অভিনয় জগতে বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা, হিন্দি হোক কিংবা বাংলা, অভিনয় জগত মানেই অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে সমালোচনা হবেই। কিন্তু এই কথা সব অভিনেতা-অভিনেত্রীদের জীবনে না…

nusrat jahan hot

short-samachar

অভিনয় জগতে বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা, হিন্দি হোক কিংবা বাংলা, অভিনয় জগত মানেই অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে সমালোচনা হবেই। কিন্তু এই কথা সব অভিনেতা-অভিনেত্রীদের জীবনে না খাটলেও, কারোর কারোর জীবনে সত্যি হয় একশো শতাংশ।

   

তেমনই সমালোচকদের সমালোচনাকে বারবার সত্যি করে দিয়েছেন টলিউড অভিনেতা অভিনেত্রী যশ এবং নুসরত (Nusrat Jahan)। অভিনয় জগতে নুসরাত পা রাখা মাত্রই তাকে নিয়ে হয়েছে নানা সমালোচনা। নুসরাত তার অভিনয় জগতের জীবন থেকে শুরু করে আজ অব্দি তাকে নিয়ে অনবরত সমালোচনা হয়েই থাকে। বিগত কিছুদিন আগেও প্রিয় অভিনেত্রীকে নিয়ে যশের সাথে হয়েছে নানা জলঘোলা।

অভিনেত্রী এইসব সমালোচনাকে সত্যি করে দিয়ে অভিনেতা যশ ও তাদের দুই সন্তানের সাথে সহবাস করছেন। সময় কাটাচ্ছেন নিজের মতো করে। মা হয়ে ওঠার প্রবল চেষ্টার মধ্য দিয়েও তিনি ফাঁক পেলে সময় করে নিজের কাজটাও করছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট দেখে বোঝা যাচ্ছে বর্তমানে তিনি ব্যস্ত ফটোশুটে।

অভিনেত্রীর পরনে রয়েছে অফ সোল্ডার ক্রপটপ, জিনস সঙ্গে খোলা চুল। হালকা মেকআপে জিরো সাইজ শরীরে অভিনেত্রী হয়ে উঠেছে লাশ্যময়ী। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফটোশুটের কিছু ফটো পোস্ট করা মাত্রই লাইক পেরিয়েছে পনেরো হাজারের বেশি। নুসরাতের ফিগার দেখে বুঝতে পারা যাচ্ছে না যে, তিনি বেশ কিছুদিন আগে এক সন্তানের জন্ম দিয়েছেন, কারণ তিনি স্বাস্থ্য সচেতন।

https://www.instagram.com/p/Cj2mD4KvBjx/?utm_source=ig_web_copy_link