Madhabi Mukherjee: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘চারুলতা’

এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলা চলচ্চিত্রের ‘চারুলতা’ মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)।

বর্ষীয়ান অভিনেত্রীর পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে আচমকাই শরীর খারাপ হয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। এরপর তাঁকে তড়িঘড়ি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা চলছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন্‌ অভিনেত্রীর রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা রয়েছে। শুধু তাই নয়, কিছু শারীরিক জটিলতাও আছে বাংলার ‘চারুলতা’র।

   

এই বর্ষীয়ান অভিনেত্রীর পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না, তাই সবরকম পরীক্ষানিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। 

এদিকে অভিনেত্রীর এহেন আকস্মিক খবরে উদ্বিগ্ন সকলে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে মাধবী মুখোপাধ্যায়ের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তিনি উডল্যান্ডসের মেডিসিন বিভাগের প্রধান বিশ্বজিত ঘোষদস্তিদারের আওতায় চিকিত্সাধীন রয়েছেন বলে খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন