Saturday, December 6, 2025
HomeEntertainmentKaushani in blue dress: নীল-পরী রূপে সমুদ্র সৈকতে আগুন ছড়ালেন টলি-সুন্দরী কৌশানি

Kaushani in blue dress: নীল-পরী রূপে সমুদ্র সৈকতে আগুন ছড়ালেন টলি-সুন্দরী কৌশানি

- Advertisement -

বর্তমানে কোথায় হাওয়া খাচ্ছেন টলিউড অভিনেত্রী কৌশানি (Kaushani Mukherjee)? কারণ, বেশ কিছুদিন ধরে সমুদ্রের ধারে অসাধারণ কিছু ছবি পোস্ট করছেন অভিনেত্রী। আর তার সেই অসাধারণ পোস্টে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

Advertisements

মলদ্বীপে ঘুরতে গিয়েছেন বনি সেনগুপ্ত আর কৌশানি মুখোপাধ্যায়। নীল জল আর সাদা বালির দুনিয়া থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। শুধু অভিনেত্রী একা নন, তাঁর সঙ্গে মালদ্বীপ গিয়েছেন তার জীবনের প্রিয় সঙ্গী বনি। দুজনের অসাধারণ ছবিতে মুগ্ধ নেটিজেনরা।

   

মে মাসের শুরুতেই বনি আর কৌশানির বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। তবে কৌশানির জন্মদিনে একসঙ্গে দেখা গিয়েছিল এই লাভ বার্ডসকে। এমনকী, বান্ধবীকে গদগদ ভালোবাসা ভরা শুভেচ্ছা জানান বনি। এখন বার্থ ডে পরবর্তী ছুটি কাটাতে চলে গেলেন মলদ্বীপে।

মলদ্বীপের সি বিচের ধারে কখনও কৌশানিকে প্যারোট গ্রিনের পোশাকে, আবার সমুদ্রের জলের রংয়ের সঙ্গে নিজের জামার রঙের সামঞ্জস্য রেখে নীল রঙের পোশাকে দেখা যাচ্ছে। আর তার অসাধারণ পোস্ট সোশ্যাল মিডিয়া কাঁপছে বর্তমানে। আবার কখনও সুইমিংপুলে একসঙ্গে দুজনকে খাবার খেতেও দেখা যাচ্ছে। সম্প্রতি কৌশানি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার সঙ্গে ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, যখন আমি আমার জীবন নিজের মতো করে উপভোগ করি তখন ছবিগুলো অসাধারনত্ব রূপ নেয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Koushani (@myself_koushani)

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular