Bengali actor Dev: মালদ্বীপে খুশির মেজাজে দেব, ভাইরাল ছবি

Bengali actor Dev posing with a wide smile in the Maldives

বিংশ শতাব্দীর বাংলা তাবড় অভিনেতাদের মধ্যে অন্যতম দীপক অধিকারী। কি, চিনতে অসুবিধা হচ্ছে! হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আমরা সকলেই তাঁকে চিনি দেব (Bengali actor Dev)বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন দেবের আসল নাম দীপক অধিকারী। বর্তমানে টলিপাড়ার অন্যতম সফল অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম।

তাঁর অভিনীত কমার্শিয়াল থেকে শুরু করে অন্য ঘরানার ছবি সবই সাফল্য পেজে বক্স অফিসে। তবে অভিনেতার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে তিনি হলেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ। কিন্তু তাতেও নিজের জায়গাকে ভুলে যাননি অভিনেতা ঠিক সেই কারণেই একের পর এক অভিনয় উপহার দিয়েছেন সকলকে। অভিনয়ের পাশাপাশি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে জাতি মধ্যেই বেশ কিছু সফল ছবি উপহার দিয়েছে আমাদের।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তবে অন্যদিকে রূপলি বান্ধা ছেড়েও তিনি তাঁর সামাজিক মাধ্যমে একইভাবে সক্রিয়। সেই কারণেই মাঝে মধ্যেই তিনি নিজের বিভিন্ন কর্মকাণ্ড নমুনা শেয়ার করেন ভক্তদের সাথে। সম্প্রতি ঠিক সেরকমই একটি ছবি প্রকাশে এসেছে। ছবিটি যদি দেখা যাচ্ছে মালদ্বীপে সমুদ্রের ধারে বসে রয়েছেন অভিনেতা আর তার পায়ে এসে চুম্বন দিচ্ছে সমুদ্রের নোনা জল। তার পরনে রয়েছে ফুল স্লিভ টি শার্ট এবং হাফ প্যান্ট আর দূরে থাকা যাচ্ছে সূর্য নিজের কাজ শেষ করে অস্ত যাচ্ছে। আর যা দেখে স্বাভাবিকভাবেই আরো একবার অভিনেতার মহিলা ভক্তরা নিজেদের ঠিক রাখতে পারেননি, তার ঝলক অবশ্য উঠে এসেছে অভিনেতার কমেন্ট বক্সে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন