বেড়াতে গিয়ে বেঘোরে প্রাণ গেল যুবতীর, চেনেন এই জনপ্রিয় ব্লগারকে?

সমাজমাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারহা এল কাধি (Farah El Kadhi)। ইনস্টাগ্রামে তার রয়েছে ১০ লক্ষেরও (10 Million) বেশি ফলোয়ার। সাম্প্রতি বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আর…

সমাজমাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারহা এল কাধি (Farah El Kadhi)। ইনস্টাগ্রামে তার রয়েছে ১০ লক্ষেরও (10 Million) বেশি ফলোয়ার। সাম্প্রতি বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আর ফেরা হলো না তার। হৃদরোগ কেড়ে নীল ৩৬ বছরের যুবতীর প্রাণ (Farah El Kadhi)।

ফারাহ আল কাধি ছিলেন টিউনিসিয়ার (Tunisia) বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন আর্কিটেক্ট (Architect) । প্রাইভেট ফার্মে কর্মরত ফারাহ অবসর সময়ে ঘুরতে যেতেন। ফ্যাশন নিয়েও আগ্রহ প্রকাশ করতেন তিনি। খুলেছিলেন তার নিজের ফ্যাশন বাজার ফাফ (Faf)। ।

   

সম্প্রতি ইতালির (Italy) মলটা (Malta) বেড়াতে গিয়েছিলেন ৩৬ বছরের এই ইনফ্লুয়েন্সার । সেখানে ছিলেন একটি বিলাসবহুল ইয়টে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, তাকে নিয়ে যাওয়া হয় মাল্টার মাটের দেই হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগকেই (heart attack) মৃত্যুর কারণ হিসেবে মনে করছেন চিকিৎসকরা।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিকোয়েল বানাবেন ফারহান? উত্তর দিলেন পরিচালক

ফারাহর শেষ পোস্ট ছিল একটি রেস্তোরার। সেই সময় গ্রীসে বেড়াতে গিয়েছিলেন তিনি। পাহাড় আর সমুদ্রে ঘেরা অঞ্চলে হাসি মুখে পোজ দিয়েছিলেন ফারাহ। সেই রেস্তোরা আর প্রকৃতির বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে তার ফলোয়ারদের জন্য শেয়ার করেছিলেন ফারাহ। পেশায় একজন আর্কিটেক্ট হলেও তার ভ্রমণের নেশার কারণে নিজেকে ‘ট্রাভেল আর্কিটেক্ট’ হিসেবে পরিচয় দিতেন তিনি।

মলটার একটি স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে যে হাসপাতালে ভর্তি করার সময় কোনও দৃশ্যমান আঘাত ছিল না ফারহার দেহে। তবে তার দেহের ময়নাতদন্ত করা হবে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আরেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সৌলায়মা নেনিয়া। এছাড়া ফারাহকে একজন ‘সুন্দর মনের মানুষ’ হিসেবেও বর্ণনা করেন তিনি। তার আত্মার শান্তিও কামনা করেন সৌলায়মা।

অনুরাগীদের কাছে বড় প্রশ্ন অঙ্কুশের, দিলেন উত্তরের অপশনও!