Covid 19: মানবদেহে প্রয়োগ হবে বাংলাদেশের করোনা টিকা বঙ্গভ্যাক্স

News Desk: বাংলাদেশের তৈরি করোনাভাইরাসের (Covid 19) ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির সরকার।     এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রাণিদেহে সফল হয়েছে। এর…

bonvax

short-samachar

News Desk: বাংলাদেশের তৈরি করোনাভাইরাসের (Covid 19) ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

   

এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রাণিদেহে সফল হয়েছে। এর পরেই টিকা মানব দেহে প্রয়োগের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)। সংস্থার পরিচালক ডা. রুহুল আমিন বলেন, ফেজ-১ পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক বাংলাদেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয়।

করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড এবার পরবর্তী পরীক্ষার মুখে। সংস্থার ব্যবস্থাপক ড. মহম্মদ মহিউদ্দিন জানান, যে কোনও টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।