হিরো আলমের মনোনয়নপত্র বাতিল নির্বাচন কমিশনের

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলমের (Hero Alom) মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন থেকে। ঢাকায় ১৭ আসনের উপনির্বাচনের…

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলমের (Hero Alom) মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন থেকে।

ঢাকায় ১৭ আসনের উপনির্বাচনের (Dhaka bypolls) জন্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর কথা ছিল এবং সেই মর্মে তিনি মনোনয়নপত্রও জমা দেন। রবিবার (১৮ জুন) মনোনয়নপত্র বাছাইয়ের দিন শেষের পর এই দিনই চূড়ান্ত সিধান্তের কথা জানায় বাংলাদেশের নির্বাচন কমিশন। হিরো আলম-সহ আরও ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

   

উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন আধিকারিক মুনীর হোসাইন খান হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন।

পশ্চিমবঙ্গের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে এক ঘটনা সংক্রান্তে হিরো আলম জানান, “আমার বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র হয়েছে। আমি নির্বাচনের কারণে আলোচিত নই। গান, সিনেমা নানা কারণে এমনিই আলোচনায় ছিলাম। সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই উপনির্বাচনে লড়তে চেয়েছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হবে ভাবতে পারিনি। আমি এর শেষ দেখে ছাড়ব।”

আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ হবে ঢাকা-১৭ আসনে। আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শুন্য হয়ে যায় এই আসন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

উপনির্বাচনের রিটার্নিং অফিসার অফিসার জানিয়েছেন যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা চাইলে আবার নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন।