‘ফিরিয়ে দাও, হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও’, নিভৃতে থেমে গেল কালজয়ী কণ্ঠ

নব্বই দশকের কালজয়ী কণ্ঠ থেমে গেল নিভৃতে। চুপিসারে বাংলা রক জগতের একটি অধ্যায় শেষ হয়ে গেল। মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা মারা গেলেন আমেরিকার একটি হাসপাতালে। মাইলস…

Bangla band Miles Fame singer passes away

নব্বই দশকের কালজয়ী কণ্ঠ থেমে গেল নিভৃতে। চুপিসারে বাংলা রক জগতের একটি অধ্যায় শেষ হয়ে গেল। মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা মারা গেলেন আমেরিকার একটি হাসপাতালে। মাইলস ব্যান্ডের গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদ (Shafin Ahmed) প্রয়াত হলেন ৬৩ বছর বয়সে।

বিয়ের পর জয়াকে কোন শর্তে বেঁধে রেখেছিলেন অমিতাভ ? ফাঁস করলেন রহস্য

   

গত ২০ জুলাই আমেরিকায় একটি অনুষ্ঠান করতে যান শাফিন। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন গায়ক। সে কারণে অনুষ্ঠান বাতিল করা হয়। সে দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর তাঁর নানা অঙ্গ বিকল হতে শুরু করে। জীবনদায়ী ব্যবস্থায় তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষরক্ষা হল না, জানিয়েছেন তাঁর ভাই হামিন।

ফেডারেশনের কোপ! রাহুলের পাশে একজোট রাজনীতিক থেকে পরিচালকরা

নয়ের দশকে ভাই হামিনকে নিয়ে ‘মাইলস’ ব্যান্ড তৈরি করেন শাফিন। দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর ‘মাইলস’ থেকে আলাদা হন শাফিন। ‘রিদম অব লাইফ’ নামে আরও একটি বাংলা ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’র মতো গান বহুল জনপ্রিয়। শাফিনের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। ছোট থেকেই গানের পরিবেশে বড় হয়ে ওঠা। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলগীতি।