ডিসেম্বরে উষ্ণতার পারদ চড়ালেন নুসরত, হট লুকে করলেন ফ্যানদের কাবু

Bangla actress Nusrat Jahan

টলিউডের গসিপ লিস্টে নুসরতের (Nusrat Jahan) নাম থাকবেই। সর্বদাই নেট দুনিয়ায় চর্চার শিখরে থাকেন অভিনেত্রী। নুসরতের সাথে নিখিল জৈনের বিয়ে ভাঙা থেকে শুরু করে অভিনেতা যশের সাথে সম্পর্ক এমনকি নুসরতের সন্তানকে ঘিরেও তুমুল চর্চা হতে থাকে আজও।

যদিও এসব কোনো কিছুকেই পাত্তা দেননা অভিনেত্রী। তিনি তার মতো করেই এগিয়ে যান। সাংসদ তথা অভিনেত্রীকে ঘিরে টলি পাড়াতেও গুঞ্জন কম নয়। বর্তমানে নুসরতকে পর্দায় দেখতে পারছেন না দর্শকমহল। তবে কিছুদিন আগে নুসরতের একটি পডকাস্ট শো’তে আবার তাকে নতুন ভাবে আবিষ্কার করেছিলেন দর্শকরা। কিন্তু এখন নিজের সোস্যাল মিডিয়া ছাড়া আর সেভাবে দেখা পাওয়া যায় না অভিনেত্রীর।

   

তবে সোস্যাল মিডিয়াতে প্রায় প্রতিদিনই ভক্তদের চমকে দেন নুসরত। তার পোস্ট করা ছবি, ভিডিও দেখে একপ্রকার ঘুম উড়ে যায় নেটিজেনদের। সম্প্রতি নিজের সোস্যাল হ্যান্ডেলে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন নুসরত।

ডেনিম জ্যাকেটের ভিতর দিয়ে উঁকি মারছে তার কালো অন্তর্বাস, স্পষ্ট বক্ষ বিভজিকা। আর সেই সাথে হট লুক। সবমিলিয়ে শারীরি উষ্ণতায় ভক্তদের কাবু করেছেন অভিনেত্রী। আর সেই নিয়েই এখন আবারও চর্চার তুঙ্গে নুসরত জাহান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন