অবশেষে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে দেবের ‘বাঘা যতীন’ !

baghajatin will telecast

এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অরুণ রায়, যিনি অতীতে ‘এগারো’, ‘হীরালাল’ এবং ‘৮/১২’ -এর মতো পিরিয়ড ড্রামা পরিচালনা করেছিলেন।প্রেক্ষাগৃহে মুক্তির সাত মাসের পর, দেব অভিনীত ‘বাঘা যতীন’ অর্থাৎ, স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বায়োপিক মুক্তি পেতে চলেছে টেলিভিশনের পর্দায়, ষ্টার জলসা চ্যানেলে। গতকাল চ্যানেলের সমাজমাধ্যমে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের ঘোষণা করা হয়।

তাদের X হ্যান্ডেলে চলচ্চিত্রের একটি ১০ সেকেন্ডের টিজার প্রকাশ করে ষ্টার জলসা ক্যাপশনে লেখে, “বাঙালি বীর বিপ্লবী যতীন্দ্রনাথের জীবন আর বীরত্বের কাহিনী। আসছে টেলিভিশনে প্রথমবার ‘বাঘা যতীন’ শুধুমাত্র স্টার জলসায়।”অরুণ রায়ের পরিচালনায়, ‘বাঘা যতীন’ চলচ্চিত্রে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ১৯০৬ থেকে ১৯১৫ সালের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখানো হয়েছে। দেব ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শ্রীজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, শোয়েব কবির, রোহান ভট্টাচার্য, কার্ল এ. হার্তে এবং আলেকজান্দ্রা টেলর ।

   

‘বাঘা যতীন’ ২০২৩ সালে ২০ শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অরুন রায় পরিচালিত পিরিয়ড ড্রামাটি সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’, শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়ের ‘রক্তবীজ’ এবং অরিন্দম শিলের ‘জঙ্গলে মিতিন মাসি’র পাশাপাশি গতবছর দূর্গা পুজোর সময় মুক্তি পায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন