Syria: সেনা বনাম বিদ্রোহী সেনার পরপর হামলায় রক্তাক্ত সিরিয়া

নিউজ ডেস্ক: সিরিয়ার (Syria) সেনাবাহিনীর সদস্যদের বহন করা একটি বাসে বোমা হামলা হয়। ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তারা সবাই সেনাবাহিনীর সদস্য। এই ঘটনায়…

Back-To-Back-Attacks-In-Syr

নিউজ ডেস্ক: সিরিয়ার (Syria) সেনাবাহিনীর সদস্যদের বহন করা একটি বাসে বোমা হামলা হয়। ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তারা সবাই সেনাবাহিনীর সদস্য। এই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। রাজধানী দামাস্কাসে হামলার ঘটনা ঘটে। এই হামলার বদলা নিতে সরকারি সেনা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে হামলা চালায়। সেই হামলায় মৃত ১২ জন।

এই হামলা প্রতি হামলা সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ঘটনা সিরিয়ার মাটিতে। দামাস্কাসে বাসেবাসে হামলার ঘণ্টাখানেক পর ইদলিবের আরিহায় গোলাবর্ষণ করে সেনাবাহিনী। এঅ প্রদেশটি এখনও বিদ্রোহীদের দখলে।
উদ্ধারকর্মীরা জানান, ইদলিবে হামলায় ৩০ জন্য হয়েছেন।

২০১৭ সালের মার্চে দামাস্কাসে এক হামলায় ৩০ জনের মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস। এর পর দেশটির রাজধানীতে হওয়া এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। 

সিরিয়ায় ২০১১ সালের মার্চের শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাত ও জঙ্গি হামলায় তিন লক্ষ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুস্ত দেশের অর্ধেকের বেশি মানুষ। এদের ৫০ লাখের মতো মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী।