Avishek-Aishwariya: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দাম্পত্য জীবন নিয়ে ইঙ্গিত দিলেন ঐশ্বর্য

দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল নাকি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য বচ্চনের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনও খবর রটেছিল যে তাঁদের নাকি বিবাহ বিচ্ছেদও হতে পারে। শোনা গিয়েছিল তিনি নাকি সলমন খানকে বিয়েও করতে পারেন। যদিও সেই গুজবের সত্যতা বিচার করেনি কলকাতা২৪x৭। কিন্তু সেইসব গুজবে আপাতত জল ঢেলে নিজের১৭ তম বিবাহবার্ষিকীতে পরিবারের ছবি পোস্ট করলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায় বচ্চন। একই হবে পোস্ট করেছেন অভিষেক। তাহলে কি তাঁদের সম্পর্কের বরফ গলল? আপাতত বিচারে তাই মনে করছেন অসংখ্য অনুরাগী।

Advertisements

মাসখানেক আগে ননদ শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক-ঐশ্বর্যাকে। তার আগে বচ্চনদের দীপাবলির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। যার ফলেও তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা হয় এক সময়। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্যা। তারপর থেকে তাঁদের একসঙ্গে পথ চলা। কিন্তু বিগত কিছু বছর ধরে সেই তালে তার কাটে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে না দেখা যাওয়াতে কথা উঠতে শুরু করে। শ্বাশুড়ির সঙ্গেও নাকি ঝামেলার তত্ত্ব খাঁড়া করেন অনেক নেটিজেনরা। তবে আপাতত সেই সব তত্ব্বে ইতি।

   

 

২১ এপ্রিল অভিষেক ও মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি দিলেন ঐশ্বর্যা। ক্যাপশনে শুধুই হৃদয়ের ইমোজি। মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, নিজস্বীটি তুলেছেন ঐশ্বর্য। এই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জুনিয়র বচ্চন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements