Athhoi Announcement:দীর্ঘদিন ধরে মঞ্চসফল নাট্য প্রযোজনা এবার বড়পর্দায়, আনুষ্ঠানিক ঘোষণা কলাকুশলীদের

athoi poster

প্রায় সাত বছর ধরে চলা মঞ্চসফল নাটক অবশেষে বড়পর্দায়। উইলিয়াম সেক্সপিয়রের কালজয়ী নাটক ওথেলো এবার সেলুলয়েডে। অথৈ-এর হাত ধরেই বড়পর্দায় পরিচালনা শুরু করতে চলেছেন অর্ণ মুখোপাধ্যায় । ছবি মুক্তি পাবে ১৪ জুন। প্রকাশ্যে এল সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার।দীর্ঘদিন ধরেই নাট্যপ্রেমীদের মধ্যে একটা উন্মাদনা ছিল যে কবে এই নাটক বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। অবশেষে এলো সেই খুশির খবর।

Advertisements

ছবিটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার, দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, মিমি দত্ত আরও অনেকে। এই ছবিতে সৃজনশীল পরিচালকের দায়িত্ব সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য। জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে প্রকাশ করা হল প্রথম টিজার। ছবিতে নারী চরিত্রে, অর্থাৎ ডেসডিমনার বাংলা রূপান্তর দিয়ামনার চরিত্রে সোহিনী সরকারকে দেখা যাবে। ওথেলো ওরফে অথৈয়ের চরিত্রে দেখা যাবে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়কে এবং নাটকের অপর মূল চরিত্র ইয়াগো অর্থাৎ বাংলা রূপান্তরে গোগোর চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

Advertisements

২০১৬ সালের মার্চ মাসে অর্ণ মুখোপাধ্যায়ের রূপান্তরে ও নির্দেশনায় কলকাতার বাংলা মঞ্চে যাত্রা শুরু করে অথৈ।আজ সমাজ মাধ্যমে এই ছবির পোস্টার প্রকাশিত হয়। অনির্বাণ এবং সোহিনীর জুটি বাংলা দর্শককুলের কাছে বেশ আকর্ষণীয়। অন্যদিকে মঞ্চসফল পরিচালক অর্ণ কতটা সফল ভাবে বড় পর্দায় পা রাখতে পারে এখন সেটাই দেখার।