Athhoi :প্রেম এবং বিশ্বাসভঙ্গের খেলায় কি জমে উঠবে বড়পর্দার রঙ্গমঞ্চ, সামনে এলো টিজার

athooi

প্রায় সাত বছর ধরে চলা মঞ্চসফল নাটক অবশেষে বড়পর্দায়। উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক ওথেলো এবার সেলুলয়েডে। অথৈ-এর হাত ধরেই বড়পর্দায় পরিচালনা শুরু করতে চলেছেন অর্ণ মুখোপাধ্যায় । ছবি মুক্তি পাবে ১৪ জুন। প্রকাশ্যে এল সিনেমার টিজার।দীর্ঘদিন ধরেই নাট্যপ্রেমীদের মধ্যে একটা উন্মাদনা ছিল যে কবে এই নাটক বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। অবশেষে এলো সেই খুশির খবর।

ছবিটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার, দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, মিমি দত্ত আরও অনেকে। এই ছবিতে সৃজনশীল পরিচালকের দায়িত্ব সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য। জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে প্রকাশ করা হল প্রথম টিজার। ছবিতে নারী চরিত্রে, অর্থাৎ ডেসডিমনার বাংলা রূপান্তর দিয়ামনার চরিত্রে সোহিনী সরকারকে দেখা যাবে। ওথেলো ওরফে অথৈয়ের চরিত্রে দেখা যাবে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়কে এবং নাটকের অপর মূল চরিত্র ইয়াগো অর্থাৎ বাংলা রূপান্তরে গোগোর চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

   

বুধবার এই সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চরম উন্মাদনা। সোহিনী, অনির্বাণ এবং অর্ণ – এই মঞ্চ সফল ত্রয়ীর অভিনয় দেখতে ভিড় জমাবে অসংখ্য অনুরাগী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন