বায়োস্কোপ ডেস্ক: মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দূরদর্শনের রামায়ণ ধারাবাহিকে রাবণের চরিত্রে অভিনয় করার জন্য বিশেষ ভাবে খ্যাতি পেয়েছিলেন। তার মৃত্যুতে শোকাহত গোটা বিনোদন জগৎ।
প্রয়াত অভিনেতার সহকর্মী সুনীল লাহিড়ী বুধবার সকালে ইনস্টাগ্রামে অরবিন্দ ত্রিবেদীর একটি ছবি প্রকাশ করে লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় অরবিন্দ ভাই আর আমাদের আমাদের মধ্যে নেই। আমি ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার মৃত্যুতে আমি বাকরুদ্ধ। আমরা একজন অভিভাবক, একজন অত্যন্ত ভালো মানুষকে হারালাম।” প্রস্তুতির সামনে আসার পরেই দুঃখের ছায়া নেমে আসে বিনোদন জগতে। জানা গিয়েছে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন।
প্রয়াত অভিনেতার ভাইপো কৌস্তভ ত্রিবেদী জানিয়েছেন, “কাকার অবস্থা বেশ কিছু বছর ধরেই অবনতির দিকে এগোচ্ছিল। গত তিন বছরে অবস্থা আরো খারাপ হতে থাকে। এর মধ্যে তাকে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছে।” তাকে আগের মাসেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ নিজের মুম্বাইয়ের কন্ধিভালির বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামায়ণের ‘রাবণ’।
এ বছরের শুরুর দিকে অবশ্য অরবিন্দ ত্রিবেদীর মৃত্যু ঘিরে গুজব শোনা যায়। তার সহকর্মী সুনীল লাহিড়ী সেই সময় সেসব ভুয়ো খবরের কথা উড়িয়ে দেন। এই দিন তিনিই প্রথম আর মৃত্যুর খবর প্রকাশ্যে নিয়ে আসেন। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার অন্যান্য সহকর্মী শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীরাও। রামানন্দ সাগর পরিচালিত রামায়ণ ধারাবাহিকের মাধ্যমে তিনি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন। ১৯৮৭ সালের সেই ধারাবাহিক করোনাকালে পুনঃসম্প্রচারিতও হয়। অনুষ্ঠানটি ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ধারাবাহিকের সম্মান লাভ করে।