Arshiya Mukherjee: হিন্দি কথা বলে প্রচণ্ড ট্রোলের শিকার দর্শকের ‘ভুতু’

Arshiya Mukherjee

Arshiya Mukherjee: ১৬ এপ্রিল জন্মদিন ছিল আরশিয়ার দিদির। ছোট্ট বোন উদযাপন করেছিলেন পরের দিনই। সেই উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন আরশিয়া। আর সেই ভিডিয়ো ঘিরেই বাঁধে গন্ডগোল। দিদির জন্মদিনে হিন্দি ভাষায় কথা বলতে গিয়ে চাপে পড়েছিলেন আরশিয়া মুখোপাধ্যায়। আর এই বিষয়টিই ভালো ভাবে নেননি, তাঁর বাঙালি ফ্যানেরা। তুমুল কটাক্ষ শুনতে হয়েছে। ২০১৪-১৫ সালের বাংলা সিরিয়ালের ভুতুকে।

Advertisements

আরশিয়া মুখোপাধ্যায়, জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের শিশুশিল্পী। বাংলায় ভুতু (Bhutu) করার পর সেই সিরিয়াল এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে তিনি হিন্দিতেও সুযোগ পেয়ে গিয়েছিলেন। ভুতু নামে সিরিয়ালে একটি মেয়ে ভূতের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রানু পেলো লটারি এবং শ্রী কৃষ্ণ ভক্ত মীরাতেও কাজ করেছিলেন। অনেকদিন ছোট পর্দায় দেখা মেলেনি শিশু শিল্পীর। কেন! অভিনেত্রীর মা জানিয়েছেন, আপাতত আরশিয়া পড়াশোনার ওপরেই জোর দিয়েছেন। এই বয়সে শিশু চরিত্রেও মানাবে না তাঁকে, আবার বড় নায়িকাও তিনি এখন মানানসই নন। তাই রিলের ভুতু এখন রিয়েলে পড়াশোনা নিয়েই ব্যস্ত।

এরই মাঝে দিদির জন্মদিনের ভিডিয়োতে আরশিয়ার দুর্দশা দেখে নেটিজ়েনরা, বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা, হিন্দি যখন আসে না? যদিও ভুতু ওরফে আরশিয়া চুপ করে থাকেননি। ঠাণ্ডা মাথায় জবাব দিয়েছেন। তার উত্তরে বলেছেন যে তাঁর এমন অনেক ফলওয়ার্স রয়েছেন, যাঁরা বাংলা বোঝেন না। তাই হিন্দি বলেছেন। কেউ কেউ আবার আরশিয়ার ছোটবেলাকে মিস করে বলেছেন, তুই ভুতুই ভালো ছিলি, কেন বড় হলি কে জানে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Arshiya Mukherjee (@arshiyamukherjee_0701)