মুক্তি পেল অর্ণ মুখোপাধ্যায় এবং অনির্বান ভট্টাচার্য অভিনীত ‘অথৈ’ এর ট্রেলার

   উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) ‘ওথেলো’ (Othello) অবলম্বনে অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অথৈ’ (Othoi) -এর ট্রেলার বৃহস্পতিবার প্রকাশ করা হয়। চলচ্চিত্রটি যৌথ প্রযোজনা করেছে জিও ষ্টুডিও…

athoi
  

উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) ‘ওথেলো’ (Othello) অবলম্বনে অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অথৈ’ (Othoi) -এর ট্রেলার বৃহস্পতিবার প্রকাশ করা হয়। চলচ্চিত্রটি যৌথ প্রযোজনা করেছে জিও ষ্টুডিও এবং এসভিএফ। ১৪ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অথৈ’।

আড়াই মিনিটের দীর্ঘ ট্রেইলারটি তাদের X হ্যান্ডেলে পোস্ট করে এসভিএফ লেখে, “তোমাকেও ঠোকতে হবে অথৈ… প্রকাশিত হলো ‘অথৈ’ এর অফিসিয়াল ট্রেলার | আসছে ১৪ই জুন আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে। পরিচালনা করেছেন অর্ণ মুখোপাধ্যায় (Arno Mukhopadhay)। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। “

   

এই চলচ্চিত্রে অথৈ এর ভূমিকায় রয়েছেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায় (Arno Mukhopadhyay), এবং গোগোর চরিত্রে অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharys)। এই দুটি চরিত্র শেক্সপীয়ার এর ওথেলো (Othello) এবং ইয়াগো (Yago) চরিত্রের আদলে তৈরী। এই ছবিতে দিয়ার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। দিয়া চরিত্রটি শেক্সপীয়ার এর ডেসডিমোনার (Desdemona) আদলে তৈরী।

চলচ্চিত্রের মূল গল্পটি বিরসুনার কাল্পনিক গ্রামের। এই গল্পে দলিতদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা এবং দৈনন্দিন জীবনে তারা যে অবমাননা সহ্য করে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আধুনিক প্রেক্ষাপটে প্রেম, প্রতারণা এবং শত্রুতার প্রদর্শন করা হয়েছে। ট্রেইলার এর গল্পটি শুরু হয় অথৈকে গোগোর উস্কানি দিয়ে। এরপর ট্রেইলার এ দেখানো হয় অথোইয়ের স্ত্রী দিয়াকে। গোগো অথোইয়ের মনে দিয়ার সম্বন্ধে অবিশ্বাসের বীজ বপন করার চেষ্টা করে, এবং দিয়া এবং অথোইয়ের বিশ্বস্ত বন্ধু মুকুলের (অর্পণ ঘোষাল) মধ্যে অবৈধ সম্পর্কের ইঙ্গিত দেয়। ট্রেলারটির শেষে অথৈকে ক্রোধে গ্রাস হতে দেখা যায়।

ট্রেলার সম্বন্ধে বলতে গিয়ে পরিচালক অর্ণ জানিয়েছেন, “বহু বছরের পরিশ্রমের ফলে তৈরী হয়েছে অথৈ। আমাদের লক্ষ্য ছিল মানুষের আবেগের জটিলতার অনুসন্ধান করা এবং শেক্সপিয়ারের কালজয়ী গল্পে একটি আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করা।”অভিনেতা এবং এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বান ভট্টাচার্য জানিয়েছেন, “আমরা শুরু থেকেই পরিষ্কার ছিলাম যে কীভাবে শেক্সপীয়ার এর গল্পকে একটি আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করব। প্রতিটি শট খুব সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল, এবং আমাদের টিম প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে। “

দিয়ার চরিত্রে অভিনয় করা সোহিনী সরকারের জন্য একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা ছিল। অভিনেত্রীর কথায়, “এই চরিত্রটি আমাকে মানুষের সহনশীলতা এবং দুর্বলতার গভীরতা অন্বেষণ করতে শিখিয়েছে। ‘অথৈ’ শ্রোতাদের প্রশ্ন করতে শেখায় এবং গভীর অনুভূতির মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়।”

অর্ণ মুখোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্য এবং সোহিনী সরকার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়, কৌশিক ব্যানার্জি, মিমি দত্ত এবং সুমিত পাঞ্জা। অমিত চ্যাটার্জি ‘অথৈ’ এর সঙ্গীত রচনা করেছেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এর দায়িত্বে আছেন সুভদীপ গুহ। ছবিটির চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করছেন সৌমিক হালদার।প্রসঙ্গত ‘নটধা’ নাট্যদলের প্রযোজনায় ‘অথৈ’ নাটক প্রথম মঞ্চস্থ করে ‘নটধা’ নাট্যদল। সেই নাটক ও পরিচালনা করেছিলেন অর্ণ মুখোপাধ্যায়। এইবার সেই নাটককেই চলচ্চিত্ররূপে আনতে চলেছেন নির্মাতারা।