Singham Again: শয়তান হয়ে তোলপাড় করতে আসছেন অর্জুন কাপুর, সামনে রক্তে ভেজা পোস্টার

Singham Again

Singham Again: সেলিব্রিটিরা রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের অংশ হওয়ার স্বপ্ন দেখেন। রোহিত এখনও পর্যন্ত তার কপ ইউনিভার্সে অনেক হিট ছবি দিয়েছেন। এবার অর্জুন কাপুর করে এই মহাবিশ্বে প্রবেশ করেছেন। তবে এতে তিনি পুলিশ অফিসার নয়, ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির অভিনেতার পোস্টার প্রকাশিত হয়েছে যাতে তাকে বিপজ্জনক দেখাচ্ছে। বড় চুল, লম্বা দাড়ি আর মুখে রক্ত, দেখতে পারফেক্ট ভিলেনের মতো লাগছেন অর্জুন।

Advertisements

এছাড়া দ্বিতীয় ছবিতে অর্জুন ও রণবীর সিংকে মুখোমুখি দেখা গিয়েছে। ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘সিংঘমের ভিলেন। রোহিত শেঠি স্যারের কপ ইউনিভার্সের হিট মেশিনের একটি অংশ হয়ে, আমি মনে করি যেন আমি বিশ্বের শীর্ষে আছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি বিধ্বস্ত হতে চলেছেন এবার।’ রোহিত অর্জুনের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘মানুষ ভুল করে এবং তার জন্য শাস্তি পায়, কিন্তু এখন যে আসবে সে শয়তান। আমি কি শুধু বলতে পারি ‘অর্জুন কাপুরের পরিচয়’।

   

অর্জুনের এই পোস্টারটি বেশ পছন্দ হচ্ছে। ব্যবহারকারীরা অর্জুনের প্রশংসা করছেন। কেউ মন্তব্য করছেন, এমন ভিলেনকে কীভাবে ভয় পাওয়া যায় না। যখন একজন লিখেছেন, কী অপূর্ব চেহারা স্যার। একজন লিখেছেন যে এটি আপনার সেরা ভূমিকা হবে। অসাধারণ চাহনি।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি যে এখনও অবধি ছবির বাকি চরিত্রগুলি অর্থাৎ রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং দীপিকা পাড়ুকোনের পুলিশ অফিসারদের লুক প্রকাশ করা হয়েছে। ছবিতে ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন কারিনাও। এখনও পর্যন্ত শুধু অর্জুনকেই ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)