Arijit Singh: অরিজিতের সামনেই প্রেমিককে বিয়ের প্রস্তাব তরুণীর, এটা কি বললেন গায়ক!

Arijit Singh’s viral video: অরিজিত সিং-এর কনসার্ট চলছিল, আর তার মধ্যেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তরুণী। যা দেখে অরিজিত সিং যা বললেন, তা শুনে আপনি অবাক হবেন!

Arijit Singh's Heartfelt Response to Marriage Proposal Leaves Young Woman Speechless

Arijit Singh’s viral video: অরিজিত সিং-এর কনসার্ট চলছিল, আর তার মধ্যেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তরুণী। যা দেখে অরিজিত সিং যা বললেন, তা শুনে আপনি অবাক হবেন!

গত ৭ মে ছিল অরিজিৎ সিং এর ঔরঙ্গাবাদ এর কনসার্ট। সেদিন লাইভ পারফরমেন্স চলাকালীন এক মহিলা ভক্ত অতিরিক্ত উৎসাহের বসে অরিজিৎ সিং -এর হাত মুচড়ে দেন। ফলে সেদিন গায়ক শারীরিকভাবে চোট পাওয়ায়, তা সংবাদ শিরোনামে উঠে আসে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, হাতে ব্যান্ডেজ বেঁধে গান গাইতে হয়েছিল গায়ককে। কিন্তু যন্ত্রণা পাওয়া সত্বেও তিনি মাথা ঠান্ডা রেখেছিলেন। মাথা ঠান্ডা রেখেই সেই মহিলাকে যোগ্য জবাব দেন অরিজিৎ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। তবে একই সঙ্গে সেদিনের কনসার্টে দুজন প্রেমিক প্রেমিকার দৃশ্য নজর কেড়েছে সবার।

   

অরিজিৎ সিং – এর সেদিনের কনসার্টে উপস্থিত ছিলেন এক কপোত কপোতি। লাইভ শো চলাকালীন একজন তরুণী বলে ওঠেন, ‘সাধারণত দেখা যায় ছেলেরা মেয়েদের প্রপোজ করছে। আমি সেই রীতি ভাঙতে চাই, আর ওকে প্রেম প্রস্তাব দিতে চাই।’ একথা বলতেই অরিজিৎ সিং বলে ওঠেন, ‘কিন্তু আমি কেন তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হব, তোমরা চালিয়ে যাও।’ এরপর অরিজিৎ সিং মঞ্চের পিছন দিকে চলে যাচ্ছিলেন,এমন সময় ওই তরুণী তাকে বাধা দিয়ে বলেন, ‘না, না আপনাকে আমাকে সহ্য করতে হবে’ । এরপর তার প্রেমিক সৌমেনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সেই গায়কের সামনে, যার কণ্ঠ জুড়ে শুধুই প্রেমের অনুভূতি, তার সামনে বলছি, সৌমেন আমায় বিয়ে করবে?’ প্রেমিকার এমন অবদার দেখে অবাক হয়ে যান যুবক। এরপর পরস্পর পরস্পরের ঠোঁট স্পর্শ করে চুম্বন করেন।  এই জুটির উদ্দেশ্যে সেই মুহূর্তে, অরিজিৎ সিং তার ‘মস্ত মগন’ গানটি উপহার দেন। তাঁর গানের সাথে গলা মেলান সেই প্রেমিক প্রেমিকাও।

সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিওটি তুমুল ভাইরাল। অনেকেই এই ভিডিও দেখে নিজের আবেগ সামলাতে পারেননি। অনেকেই আবার প্রকাশ্যে এই ভিডিওর সমালোচনা করেছেন।