পূর্ব বর্ধমানের আউশগ্রামে হঠাৎ করে দেখা গেল দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংকে (Arijit Singh)। মঙ্গলবার গভীর রাতে আউশগ্রামের মৌখিড়া জমিদারবাড়ির সংলগ্ন এলাকা ও আশেপাশের জঙ্গলে তাঁকে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিল না কোনও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বা মিডিয়ার হুজুগ। আর এতেই অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এমনকি কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগও পান।
জানা গেছে, এই আকস্মিক সফরের পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। একটি আসন্ন সিনেমার জন্য শুটিং লোকেশন খুঁজছেন অরিজিৎ। সেই কারণেই তিনি বোলপুর থেকে হঠাৎ করেই চলে আসেন আউশগ্রামে। ইলামবাজার ও সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছেন বলে জানা গেছে। তবে আউশগ্রামের জঙ্গলঘেরা পরিবেশ ও পুরনো জমিদারবাড়ি দেখে তিনি বেশ মুগ্ধ হন।
আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িও ঘুরে দেখেন তিনি। এই প্রাচীন রাজবাড়ির স্থাপত্য ও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সম্ভবত তাঁর নতুন প্রজেক্টের জন্য উপযুক্ত মনে হয়েছে। রাতের অন্ধকারেও তিনি একা ঘুরে দেখেন এলাকার বিভিন্ন রাস্তা ও জঙ্গলের ভেতরের পরিবেশ। সাধারণত এই ধরনের তারকারা যখন কোথাও যান, তখন তাঁদের সঙ্গে নিরাপত্তা রক্ষী বা বড় টিম থাকে। কিন্তু অরিজিৎকে একা ঘুরে বেড়াতে দেখে বেশ অবাক হন স্থানীয়রা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রথমে ঠিক বুঝতে পারিনি উনি কে। পরে কাছে গিয়ে দেখি উনি অরিজিৎ সিং। খুব সাধারণভাবে আমাদের সঙ্গে কথা বললেন, কেউ ছবি চাইলে নিষেধও করেননি। খুবই ভদ্র মানুষ।”
স্থানীয় সূত্রে খবর, অরিজিৎ সিং বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র গায়ক হিসেবেই নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজেও যুক্ত রয়েছেন। বিশেষ করে তাঁর নিজ শহর মুর্শিদাবাদে তিনি হাসপাতাল, স্কুল ইত্যাদি নির্মাণে সাহায্য করেছেন। তিনি বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন। এবারও কোনও ঘোষণা বা মিডিয়া উপস্থিতি ছাড়াই তিনি এসে পৌঁছান আউশগ্রামে।
স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, অরিজিৎ সিংয়ের উপস্থিতির বিষয়ে তাঁদের পূর্বে কোনও তথ্য ছিল না। তবে তাঁকে দেখে উৎসাহী মানুষজন ভিড় করলেও কোনও বিশৃঙ্খলা হয়নি। এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে।
জানা যাচ্ছে, অরিজিৎ সিং যে নতুন ছবির জন্য লোকেশন খুঁজছেন, তার নাম বা অন্যান্য বিশদ এখনও জানা যায়নি। তবে সিনেমাটি আদৌ তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বেশ কিছু দিন ধরেই তিনি সিনেমা প্রযোজনার কাজ শুরু করেছেন, এবং নিজের পছন্দমতো লোকেশন খুঁজে বের করে নতুন কিছু তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অরিজিৎ সিংয়ের এই আচমকা সফর আউশগ্রামের বাসিন্দাদের মধ্যে যেমন চমক তৈরি করেছে, তেমনি তাঁদের গর্বিতও করেছে। অনেকেই বলছেন, “এমন তারকা যখন আমাদের মতো ছোট জায়গায় আসেন, তখন মনে হয় আমরাও দেশের মানচিত্রে জায়গা করে নিচ্ছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, অরিজিৎ সিং বুধবার সকালেই আবার বোলপুর ফিরে গেছেন। তবে তাঁর এই সফর যে আউশগ্রামের জঙ্গল ও জমিদার বাড়িগুলিকে নতুন আলোয় তুলে ধরল, তা বলাই যায়। আগামী দিনে যদি এখানেই কোনও সিনেমার শুটিং হয়, তাহলে পর্যটন ক্ষেত্রেও তা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।