৯ বছরের দ্বন্দ্ব মিটল ? সলমনের গ্যালাক্সিতে আচমকা অরিজিৎ

বুধবার রাতে আচমকা মুম্বইয়ে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখা গেল অরিজিৎ সিংয়ের গাড়ি। ভিতরে বসে আছেন অরিজিৎ সিং। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল। তারপরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি দীর্ঘদিনের মনোমালিন্য এবার তবে ঘুচল! গায়ককে কি তাহলে ক্ষমা করে দিলেন ভাইজান! প্রশ্ন উঠছে ভক্তমহলে।

সলমন খানের সঙ্গে অরিজিৎ সিংয়ের মনোমালিন্যের কথা কমবেশি সকলেরই জানা। দীর্ঘ ৯ বছর একে ওপরের মুখ দেখেননি তাঁরা। ঘটনার সূত্রপাত ২০১৪ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ থেকে। সেখানে বলিউডের দুই শীর্ষ স্থানীয় তারকা সলমন খান এবং অরিজিত সিংয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। সেই থেকে অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন সলমন। বজরঙ্গি ভাইজান, কিক, সুলতান সহ নিজের আরও কিছু ছবি থেকে অরিজিতের গান সরিয়ে দেন ভাইজান।

   

সেই ঘটনার পর গায়ক অরিজিৎ সিং নিজে অভিনেতার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। সলমনের রাগ কমেনি। যদিও সেই প্রভাব কোন ভাবেই অরিজিতের বলিউড কেরিয়ারে কোনরকম প্রভাব ফেলতে পারেনি। মুহূর্তের মধ্যে সলমনের ছবিতে গানের সুযোগ হাত ছাড়া হলেও গায়কের কেরিয়ার যত দিন গিয়েছে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। পেয়েছেন একের পর অফার। ভক্তদের দিয়েছেন অসাধারণ সব গানের উপহার।আমসুদ্র হিমাচল এখন অরিজিতের সুরের জাদুতে মোহিত হয়ে উঠেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন