‘আর কবে’ গান গাওয়ার অনুরোধ, লাইভ কনসার্টে ধমক অরিজিতের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ। বিচারের দাবিতে দিকে দিকে সোচ্চার হয়ে রাজপথ দখল করছে আমজনতা। কিছুদিন আগে এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়ে…

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ। বিচারের দাবিতে দিকে দিকে সোচ্চার হয়ে রাজপথ দখল করছে আমজনতা। কিছুদিন আগে এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়ে একটি গান বেঁধেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এবার এক অনুরাগী তাঁকে সেই গান গাইতে অনুরোধ করতেই রেগে গিয়ে ধমক দিয়ে বসেন অরিজিৎ সিং। ঠিক কী হয়েছিল?

Advertisements

সম্প্রতি লন্ডনের একটি কনসার্টে গান গাইতে গেছিলেন জনপ্রিয় গায়ক। সেখানে গিয়ে একের পর এক গান গেয়ে তিনি যখন মঞ্চ মাতাচ্ছেন ঠিক সেই সময় তাঁর কাছে এল একটি অন্য গানের আবেদন। লন্ডনের মাটিতে উঠে এল কলকাতায় তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে চলা প্রতিবাদের কথা। কিছুদিন আগে আরজি করের ঘটনার প্রতিবাদে ‘আর কবে’ গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং।

বিজ্ঞাপন

বর্তমানে অনেক জায়গাতেই প্রতিবাদের দাবিতে সোচ্ছার হয়ে সাধারণ মানুষ সেই গানটিকে হাতিয়ার করে আন্দোলন চালাচ্ছে। এবার সেই গানেরই আবেদন পেয়ে অনুরাগীর ওপর চটলেন গায়ক। সেই মঞ্চ থেকে অনুরাগীকে ধমক দিয়ে অরিজিৎ বলেন, “এটা ঠিক জায়গা নয়। আমি এখানে প্রতিবাদ করতে আসিনি। এখানে আপনারা আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। এটা ওই গান (আর কবে) গাওয়ার জায়গা ও সময় নয়। ওটা শুনতে হলে কলকাতায় যান। রাস্তায়।”

অনুরাগীকে নিজের বক্তব্য সাফ জানিয়ে দিয়ে ‘রমতা যোগী’ গান দিয়ে ফের গান গাইতে শুরু করেন তিনি। তবে এই কনসার্টে শুধু এ কারণেই নয়, আরও বেশকিছু কারণে বেশ রাগতে দেখা গেছে জনপ্রিয় গায়ককে। সেদিনের কনসার্টে স্টেজে অর্ধেক খাওয়া খাবারের প্যাকেট নিয়ে মন্তব্য করে অরিজিৎ সিং জানায় যে, তিনি যেখানে গান গান সেই জায়গাটা তাঁর কাছে মন্দির।

তাই মন্দিরে যেভাবে মানুষ খাবারের প্যাকেট ফেলে রাখে না ঠিক সেভাবে যিনি স্টেজে একাজ করেছেন তাঁর এটা করা উচিত হয়নি বলেই মনে করেন গায়ক। আর তাই এরপর নিরাপত্তাক্ষীদের হাতে সেই খাবারের প্যাকেট তুলে দেন সংগীত শিল্পী। প্রসঙ্গত, অরিজিৎ সিং যখন মঞ্চে গান গাইতে ওঠেন তখন তিনি গান ছাড়া তেমন কোনওকিছু নিয়েই কথা বলতে বিশেষ পছন্দ করেন না। নিষ্ঠাভরে শুধু নিজের কাজটুকু করেন।