পাকিস্তানি যুদ্ধ বিমানের খদ্দের আর্জেন্টিনা তারপর তালিবান

JF-17 Thunder

নিউজ ডেস্ক: প্রথম খদ্দের আর্জেন্টিনা সরকার। পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান কিনতে রাজি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু পরের খদ্দের কে? স্বাভাবিকভাবেই উঠে আসছে আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান জঙ্গিদের নাম। মনে করা হচ্ছে, তাদেরও যুদ্ধ বিমান বিক্রি করবে পাক সরকার।

ইসলামাবাদ থেকে ১২টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। পাক সংবাদপত্র ‘The Dawn’ জানাচ্ছে এই খবর।

   

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার জন্য আর্জেন্টিনা ২০২২ সালের খসড়া বাজেটের ৬৪ কোটি ৪০ লক্ষ ডলার বরাদ্দ করেছে। জেএফ-১৭ থান্ডার বিমান হচ্ছে চিন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি এক ইঞ্জিনে বহুমুখী যুদ্ধবিমান।

এই যুদ্ধ বিমান ইন্টারসেপশন, গ্রাউন্ড অ্যাটাক, জাহাজে হামলা ও নজরদারির কাজে ব্যবহার করা যায়। বিমানটির ৪২ শতাংশ চিনে তৈরি আর বাকিটা পাকিস্তানে। তবে চূড়ান্ত মেরামতির কাজ পাকিস্তানেই হয়।

গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার চেষ্টা করে আসছে, কিন্তু ব্রিটেনের আপত্তির কারণে তা হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন