বিবাহবিচ্ছেদের দুই বছর পর আবার একসঙ্গে সামান্থা-নাগা ! ভাইরাল ছবি

৪ বছর সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার পুত্র অভিনেতা নাগা চৈতন্য। অভিনেতা কাজে ব্যস্ত…

৪ বছর সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার পুত্র অভিনেতা নাগা চৈতন্য। অভিনেতা কাজে ব্যস্ত থাকলেও সামান্থা দেশ-বিদেশ ঘুরছেন। প্রতিদিন ছবি আপলোড করছেন।সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। তবে এবার জানা যাচ্ছে, নাগা এবং সামান্থা নাকি এক হচ্ছেন। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে নাগার ইনস্টাগ্রাম পোস্ট।

সম্প্রতি ইনস্টা-স্টোরিতে নাগা এবং সামান্থার পোষ্যের ছবি পোস্ট করেছেন দক্ষিণী সুপারস্টার। পোষ্য়ের নাম হ্যাশ। হ্য়াশ মূলত সামান্থারই পোষ্য। হ্যাশের ছবি পোস্ট করে ক্যাপশনে নাগা লিখেছেন ‘ভাইব’। তা থেকেই ভক্তদের অনুমান, তাঁদের পোষ্যের কো-প্যারেন্টিং করছেন নাগা-সামান্থা। কেন না, সামান্থা এখন আছেন দুবাই। হ্যাশের সঙ্গে তিনি সময় কাটাতে পারছেন না। সেই দায়িত্বটি পালন করছেন নাগা।

   

এটি দেখে অনুরাগীরা ধরেই নিয়েছেন, আবার কাছাকাছি আসছেন দুই তারকা। তাঁদের মধ্যে কথাবার্তাও হচ্ছে। এক অনুরাগী কমেন্ট করে লিখেছেন, “তোমরা একসঙ্গে থাকো সামান্থা-নাগা। তোমাদের একসঙ্গে দেখতে ভাল লাগে।”

সামান্থা এবং নাগা চৈতন্য ২০০৯ সালে ‘ইয়ে মায়া চেসাভ’-এর সেটে প্রথম সাক্ষাৎ হয়। তারপর শুরু হয় ডেটিং। যার পরে তারা ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আসর বসেছিল গোয়ায়। পরে ২০২১ সালে চতুর্থ বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা জানান।

সূত্র বলছে, এখন দু’জনেই তাদের জীবনে আপস করতে চান না এবং একসাথে থাকতে পারেন না। এই মুহুর্তে, এই দম্পতি তাদের নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত। সামান্থা যখন তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করছেন এবং বিশ্বজুড়ে ভ্রমণ করছেন, তখন নাগাকে কাজে ব্যস্ত রাখছেন। তিনি সোভিতা ধুলিপালার সাথে ডেট করছেন বলেও খবর পাওয়া গেছে।