‘ডিভোর্সের পরও আলাদা নই’, মালাইকাকে নিয়ে কী বলল আরবাজ

Malaika Arora

বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ দীর্ঘ বছর সংসার করে আজ তারা আলাদা। বিয়ে ভাঙলেও বন্ধুত্বটা রয়েছে ছেলের কারণেই।

Advertisements

বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা।১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। তবে দীর্ঘ দিনের সংসার ভেঙে যায় ২০১৭ সালে। মালাইকা-আরবাজ বিবাহবিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

   

ডিভোর্সের পরই মুহূর্তে বদলে গিয়েছে তার জীবন। সম্প্রতি এক সাক্ষাত্কাারে মুখ খুলেছেন আরবাজ খান। তিনি জানিয়েছেন, পথ আলাদা হলে তাদের মধ্যে কোনও বিভেদ নেই, যদিও পুরোটাই সন্তানের জন্য।

বন্ধুত্ব থাকলেও ডিভোর্সের পর কেমন সম্পর্ক রয়েছে তাদের সেই প্রসঙ্গে আরবাজ বলেন, যেহেতু আমাদের একটা সন্তান রয়েছে, তাই বাবা-মা হিসেবে সবরকম দায়িত্ব আমরা একসঙ্গে পালন করি।

Advertisements

আরবাজ আরও বলেন, আমরা দুজনেই জীবনে অনেকটা এগিয়ে গেছি। দুজনেই একে অপরের সবটা মেনে নিয়েছি। তবে মালাইকা আমার চেয়ে অনেক বেশি ম্যাচিওর।

উল্লেখ্য, ইতালীয় মডেল জর্জিয়ার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন আরবাজ খান। অন্যদিকে বয়সে ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা পড়বে এই খবর সামনে আসেনি। মুখ খোলেন নি কেউই।