Aparajita Adhya: ‘আমরা তো নিজের জন্য জামাকাপড় পরি না’!

Aparajita Adhya: তাঁর তো জ়িরো ফিগার-এর দরকার নেই। এই ফিগারেই ২৭ বছর চলে গিয়েছে। এমনটাই মন থেকে মানেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর কথায়, ‘আমি রোগা…

Aparajita Adhya

Aparajita Adhya: তাঁর তো জ়িরো ফিগার-এর দরকার নেই। এই ফিগারেই ২৭ বছর চলে গিয়েছে। এমনটাই মন থেকে মানেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর কথায়, ‘আমি রোগা হয়ে গেলে খুব চিন্তা হয়, খুব খারাপ দেখতে লাগে। রোগা চেহারা আমার পছন্দ নয়, আমি ‘মেদিনী দেবী’ হয়ে থাকতে চাই।’ নিশ্চয়ই ভাবছেন রি মেদিনী দেবীটা কী? এটা আসলে একটা ছোট্ট কথার কথা। আর কিছু নয়। তবে এই বিষয়টিও বেশ ব্যাখ্যা করে বুঝিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী বলেছেন, ‘পৃথিবীর মেদ হচ্ছে তার গাছপালা, খনিজ। আর পৃথিবীতে যত মেদ থাকবে ততই সুন্দর হবে। তবে আমি রোজ যোগাসন করি। ধ্যান করি।’

Advertisements

আসলে এদিন এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের আড্ডায় বসেছিলেন অপরাজিতা। সেখানেই তাঁকে একেরপর এক প্রশ্ন করা হলে নানান উত্তর দিয়ে ফেলেছিলেন তিনি। অভিনেত্রীকে এদিন মহিলাদের শাড়ি পরার ধরন নিয়ে নানান প্রসঙ্গে উত্তর দিতে দেখা গিয়েছে। অভিনেত্রী বলেছেন, ‘তবে কে কী বলেছেন, সেটা না জেনে কোনও মন্তব্য করা ঠিক হবে না। আমার মনে হয়, কে কী ভাবে শাড়ি পরবেন, সেটা তাঁর ব্যক্তিত্বের উপর নির্ভর করে।’

   

অভিনেত্রী এদিন সগর্বে আরও বললেন যে, ‘আমার খুব ভাল চেহারা, আমি চাই মানুষের প্রশংসার তীব্রতা আমাকে আকর্ষণ করুক।’ মানুষের চোখে নিজেকে অত্যন্ত সুন্দর দেখাতে চান অপরাজিতা। তাই অভিনেত্রী পোশাক প্রসঙ্গে মেয়েদের আত্মবিশ্বাস নিয়ে আরও বলেন যে, কেউ যদি লো কাট ব্লাউজের সঙ্গে শিফন শাড়ি পরেন, তিনি যদি আত্মবিশ্বাসী হন, তা হলে তাঁর সেটাই পরা উচিত। এরপরেই নেমে আসে অপরাজিতার সেই মোক্ষম উত্তরখানা, ‘আমরা তো নিজের জন্য জামাকাপড় পরি না, অন্যের আমাকে ভাল লাগবে বলে পরি। মানুষ যদি শুধু নিজের জন্য জামাকাপড় পরত, তা হলে তো ম্যাক্সি পরেই কেটে যেত।’