বড় দাদার নাম ‘বাইডেন’, ছোটজন ছাগলের দুধ খায়!

নিউজ ডেস্ক: এখনও আসল দুধ অর্থাৎ বাঘের দুধ মেলেনি! তাই ছাগলের দুধ গলা ভেজানো চলছে। কুতুকুতু চোখ। তবে বাঘের বাচ্চা তো গরগর করছেই। Advertisements চট্টগ্রাম…

white tiger Chittagong

নিউজ ডেস্ক: এখনও আসল দুধ অর্থাৎ বাঘের দুধ মেলেনি! তাই ছাগলের দুধ গলা ভেজানো চলছে। কুতুকুতু চোখ। তবে বাঘের বাচ্চা তো গরগর করছেই।

Advertisements

চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘের ঘরে জন্ম নিয়েছে আরও এক ছানা। বুধবার নতুন এই সাদা বাঘ শাবকের জন্ম হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

   

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় গতবছর জন্মেছিল বিরল প্রজাতির সাদা বাঘ। বুধবার জন্ম নেওয়া ছানাটি স্ত্রী লিংগের।
নতুন জন্ম নেওয়া সাদা বাঘটি মায়ের কাছ থেকে দুধ না পাওয়ায় প্রাথমিকভাবে তাকে অফিসে ছাগলের দুধ পান করানো হচ্ছে।

চট্টগ্রামের চিড়িয়াখানায় এর আগে জো বাইডেন নামের ব্যাঘ্রশাবককে ৬ মাসের বেশি সময় ধরে লালন পালন করে বড় করেন কিউরেটর ডা. শুভ। এখন নতুন জন্ম নেওয়া সাদা বাঘ্র শাবকটিকেও আগামী ৬ মাস লালন পালন করবেন তিনি।  কিউরেটর শুভ জানান, এখন এই বাঘ্র শাবকটি দিনে প্রায় ৫০০ মিলি গ্রামের মতো ছাগলের দুধ পান করছে। সে সুস্থ রয়েছে।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাসে বাঘ ও বাঘিনী আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। তাদের নাম দেওয়া হয়েছিল রাজ ও পরী। ২০১৮ সালের তাদের তিনটি সন্তানের জন্ম হয়।