
‘ভিলেন’ এর পর ফের বাবা যাদবের ছবিতে অভিনয় করতে চলেছেন টলিপাড়ার হার্টথ্রব অঙ্কুশ হাজরা। ছবির নাম ‘পাখি’।সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা,শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী অ্যাডোলিনা চক্রবর্তী।
এই ছবির গল্প বলা হয়েছে মূলত সুপার ন্যাচারাল মোড়ক।ভূতের গল্প খুব একটা বাংলা ছবিতে দেখা না গেলেও ছবির পোস্টার দেখে ছবি সম্পর্কে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের।ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।ছবিতে ছোট্ট মেয়ে পাখির চরিত্রে অভিনয় করছেন অ্যাডোলিনা চক্রবর্তী।বাংলা ছবিতে সুপার ন্যাচারাল থ্রিলার দর্শকদের কতোটা ভয় দেখাতে পারে,এখন সেটাই দেখার।তবে ‘পাখি’ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।চলতি বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










