গোয়েন্দা গল্পের জগতে বেশ কয়েকটি নাম যার সঙ্গে একত্রে চলে আসে রহস্য, উত্তেজনা এবং চমক। ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি কিংবা কিরিটী—এইসব নামের পাশে সম্প্রতি জায়গা করে নিয়েছে একেন বাবু। বাঙালির প্রিয় গোয়েন্দা একেন্দ্র সেন ওরফে একেন বাবু (Anirban Chakrabarty) এবার পুরীতে এক ভয়ঙ্কর রহস্যের সমাধান করবেন। বছরের শুরুতেই জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে একেনের নতুন সিরিজ ‘পুরো পুরী একেন’ (Puro Puri Eken) । প্রতিবারের মতো এবারেও একেন বাবুর চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty) ।
এর আগে একেনবাবুকে আমরা পেয়েছি রাজস্থান,ব্যাঙ্গালোর,বাংলাদেশ,দার্জিলিং কখনো বা কলকাতা তে। রাজস্থানে রুদ্ধশ্বাস রহস্য সমাধানের পর এবার একেনবাবু বাঙ্গালির অন্যতম প্রিয় গন্তব্য পুরীতে। চলতি মাসের ২৩ তারিখে ‘হইচই’-এর হাত ধরে,অন্য দুই মুখ্য চরিত্র বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে একেনবাবু আসছেন। ফেলুদার ‘হত্যাপুরী’র মতই রহস্য সমাধানে পুরীতে এবার একেনবাবু।
সিরিজে দেখা যাবে কিভাবে বাঙালির প্রিয় জায়গা শ্রীক্ষেত্র হয়ে উঠছে ভয়ঙ্কর এক জায়গা। শুধু হুমকি নয় একের পর এক হত্যা। এরপর আগমন হয় একেনবাবুর এবং তিনি তার অসামান্য বুদ্ধি, ক্ষুরধার চিন্তা, হাস্যরস মিশিয়ে ভেদ করে রহস্যের জাল। এভাবেই ক্রমশ এগিয়েছে সিরিজটি। এই সিরিজে অনির্বাণের (Anirban Chakrabarty)সঙ্গে অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায়(বাপি), প্রমথ(সৌমোক), রাজনন্দিনী পাল(পারমিতা),রাহুল সহ আরও অনেকে।
এক সাক্ষাৎকারে সিরিজ সম্পর্কে পরিচালক বললেন, “একেনবাবুর এই গল্পের প্রেক্ষাপট যেহেতু পুরী, তাই গোটা সিরিজ জুড়ে সেখানকার সংস্কৃতির স্বাদ দর্শক পাবেন অ্যাডভেঞ্চারের পরতে। আর ব্যক্তিগতভাবে পুরী আমারও খুব প্রিয় জায়গা। তাই এখানকার আনাচেকানাচে শুটিং করার মজা দ্বিগুণ হয়ে গিয়েছিল।তিনি আরও বলেন, “এটুকু জোর গলায় বলতে পারি, এই সিরিজে টানটান রহস্য যেমন আছে তেমন আছে নানা চমক। হাসির উপাদানও রয়েছে যথেষ্ট। আশা করি, সবমিলিয়ে জমজমাট আনন্দ পাবেন দর্শক।”
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘একেনবাবু’সিরিজের একটি প্রচার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একেণবাবু (Anirban Chakrabarty)পুরী থেকে সদ্য কলকাতায় ফিরেছেন। ফোনে বাপি কে তিনি লুচি,পড়োটা না খেতে পাওয়ায় আফসোস করছেন। হন্যে হয়ে ঘুরছেন শহরের রাস্তা ঘাটে। এরপর তিনি খোঁজ পান রাজুদার পকেট পরোটার (Pocket Porota) । সকাল সকাল রাজুদার (Raju Das) দোকানের সামনে এসে তিনি দেখেন উপচে পড়া ভিড় সেখানে। আনলিমিটেড তরকারি শুনে আর দেরী করেন না তিনি। হাতে তুলে নেন খাবার। রাজুদার নতুন নামকরণ করলেন একেনবাবু- ‘পকেটদার রাজু পরোটা’।
View this post on Instagram
ইতিমধ্যেই জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার হাত ধরে এবার হইচই তে কাজ করবেন রাজুদা। এবিষয়ে দর্শকদের একাংশ খুশী হলেও অনেকেই করছেন উপহাস। তবে একেনবাবু মাটির মানুষ। হাসি-ঠাট্টা করে মানুষের সাথে মিশতেই তিনি ভালবাসেন। রাজুদা অবশ্য প্রথম বারের মত ওয়েব সিরিজে কাজ করতে পেরে ভীষণ খুশী।
‘পুরো পুরী একেন’ (Puro Puri Eken) সিরিজ নিয়ে দর্শক বেশ উৎসাহিত। এবার সিরিজ কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার। রাজুদা এই সিরিজে থাকছেন কি থাকছেন না, সে বিষয়ে ওটিটি সংস্থা জানিয়েছে,‘এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। খুব শীঘ্রই চমক প্রকাশ আসবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’