Monday, December 8, 2025
HomeEntertainmentAnirban bhattacharya: নতুন অভিযান নিয়ে আবারও আসতে চলেছে অভিনেতা অনির্বাণ

Anirban bhattacharya: নতুন অভিযান নিয়ে আবারও আসতে চলেছে অভিনেতা অনির্বাণ

- Advertisement -

 টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban bhattacharya) করে দিলেন পর্দা ফাঁস। বেশ কিছু বছর আগে অনির্বাণ, অঙ্কুশ, রুদ্রনীল অভিনীত ‘বিবাহ অভিযান’ নামক এক বাংলা সিনেমা উপহার দিয়েছিল সিনেমা প্রেমীদের। হাস্যকৌতুকের ভরপুর সেই সিনেমা দর্শকদের মন জয় করে নিয়েছিল। বর্তমানে আবার জানতে পারা যাচ্ছে বিবাহ অভিযান ফিরে আসছে নতুন রূপে। 

https://www.instagram.com/reel/CkVNLhqj8_v/?igshid=YmMyMTA2M2Y=

   

আসন্ন দিনে আসতে চলেছে সৌমিক হালদারের পরিচালনায় ‘আবার বিবাহ অভিযান’। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য একটি পোষ্টের মাধ্যমে জানতে পারা গিয়েছে তিন বছর আগেকার বিবাহ অভিযান বড় পর্দায় আবারো ফিরে আসতে চলেছে বড়সড়ো ধামাকা নিয়ে। কিন্তু এই সিনেমা কবে রিলিজ করবে তা এখনও জানা যায়নি। দর্শকরা এই খবর পাওয়া মাত্রই অতি আগ্রহে দিন গুনতে শুরু করে দিয়েছেন।

 বিবাহ অভিযান যখন উপেক্ষা করে মুক্তি পেয়েছিল হাস্যকৌতুকে পরিপূর্ণ এই সিনেমা দেখে সকল সিনেমাপ্রেমীদের চওড়া হাসি মুখে ফুটেছিল। তাই ‘আবার বিবাহ অভিযান’ নিয়ে তেমনি আগ্রহী হয়ে রয়েছেন বাংলার দর্শকেরা। নেট দুনিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের কাছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular