‘তালমার রোমিও-জুলিয়েট’, জুটি বাঁধছেন অনির্বাণ এবং পায়েল

হইচই ক্লাসিকের নতুন ওয়েব সিরিজ’তালমার রোমিও জুলিয়েট’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল দে এবং অনির্বাণ ভট্টাচার্যকে। সমাজমাধ্যমে মঙ্গলবার এই চিত্রনাট্যের কথা প্রথম সামনে আনেন পায়েল।…

taalmar romeo julite

হইচই ক্লাসিকের নতুন ওয়েব সিরিজ’তালমার রোমিও জুলিয়েট’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল দে এবং অনির্বাণ ভট্টাচার্যকে। সমাজমাধ্যমে মঙ্গলবার এই চিত্রনাট্যের কথা প্রথম সামনে আনেন পায়েল। তাঁকে এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে জানা গিয়েছে। হইচই’ নতুন কাজের একগুচ্ছ ঘোষণা করেছিল কয়েকমাস আগেই। সেখানেই ছিল,’তালমার রোমিও জুলিয়েট’ -এর ঘোষণা। সেই মতো খুব তাড়াতাড়ি এই ওয়েব সিরিজের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে যে এই গল্পের অ্যাডপশন ও পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পণ গড়াই। চিত্রনাট্য লিখেছেন ধ্রুব শর্মা। ও ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য্য । প্রসঙ্গত ফের একবার শেক্সপিয়ারের গল্প নিয়ে কাজ করছেন অনির্বাণ। শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ও করবেন তিনি। তাঁর উপস্থিতি যে কোনও ওয়েব সিরিজ বা সিনেমায় অতিরিক্ত অক্সিজেন দেয়।

   

‘তালমার রোমিও জুলিয়েট’ -এ মুখ্যচরিত্রে দেখা যেতে পারে ইন্ডাস্ট্রির এই দুইজনকে। বিশেষ চমক থাকবে জুলিয়েটের চরিত্রে। তবে এখনও সমস্ত খবর অফিশিয়ালি জানাতে চায়নি প্রযোজনা সংস্থা। আপাতত তিনি ব্যস্ত নতুন ছবি ‘অথৈ’ নিয়ে এই ছবিতেও ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব রয়েছে অনির্বাণের কাঁধেই। অথৈ-এর কাজ শেষ হলেই সম্ভবত শুরু হবে ‘তালমার রোমিও জুলিয়েট’ -এর কাজ।