পরনে শাড়ি, হাতে চুড়ি, কপালে টিপ ও সিঁথিতে সিদুর-নিজেকে পারফেক্ট বউ গড়ে তুলতে সব সময় চেষ্টা করে চলেছে পিঙ্কিজি (Anaya Guha)। তাঁকে দেখে টেলিপ্রেমী শ্বাশুড়িদের মনের ইচ্ছা-এমন এক বউ আসুক তাঁদের ঘরে। কিন্তু এই পিঙ্কিজির ইনস্টাগ্রাম পোস্ট গোল বাঁধিয়েছে মনের ভাবের। বউ তো দূর ছাই এমন মেয়েই চাইছেনা অনেকেই।
বিকিনি পরে সুইমিং পুলের হাতে গোটা কতক ছবি পোস্ট করেছেন পিঙ্কিজি ওরফে অনায়া গুহ। নায়িকার আবেদনময়ী রূপে মন ভুলেছে অনেকের। তাঁর সাহসিকতার প্রশংসা করছেন বহু অনুরাগী। তবে সেই সঙ্গে মন্দ লোক কম নেই। কুরুচিকর মন্তব্যে ভরছে কমেন্ট বক্স। তবে এসব বিষয় এক্কেবারেই গায়ে মাখছেন না অভিনেত্রী। বরং একের পর এক পোস্ট করে চলেছেন তিনি।
‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে টেলি দুনিয়ায় পা রাখেন অনায়া। বর্তমানে বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এ পিঙ্কিজির চরিত্রে অভিনয় করছেন তিনি।