‘তোমার কত?’ পরিচালকের প্রশ্নের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অনন্যা

টলিউডের অন্যতম পরিচিত মুখ হলেন অনন্যা চট্যোপাধ্যায় (Ananya Chatterjee) । বর্তমানে তার আসন্ন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিনেত্রী তার বলিউডে…

"Ananya Chatterjee opens up about her harassment experience in the Tollywood film industry during the early days of her career. Read her shocking revelations."

টলিউডের অন্যতম পরিচিত মুখ হলেন অনন্যা চট্যোপাধ্যায় (Ananya Chatterjee) । বর্তমানে তার আসন্ন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিনেত্রী তার বলিউডে পা রাখার জন্য খবরে রয়েছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। শুরুর দিকে মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন অনন্যা। তখনই তাকে অপ্রত্যাশিত ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

সাক্ষাৎকারে অনন্যা (Ananya Chatterjee) জানান সেই সময় এক প্রযোজক তাকে কনফারেন্স রুমে ডেকে পাঠান, তার মা বিষয়টি জানতেন। তবে অনন্যা রুমে ঢুকে দেখে সেটি সম্পূর্ণ ফাঁকা। প্রযোজক হঠাৎই অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, “তোমার ভায়টাল স্ট্যাটিস্টিকস কী?” শরীরের মাপ বোঝাতে চাওয়া এই প্রশ্ন শুনে চমকে যান অনন্যা।

   

তিনি প্রযোজককে পাল্টা প্রশ্ন করেন, “কেন বলুন তো?” উত্তরে প্রযোজক জানান, “তোমাকে স্ক্রিনে কেমন দেখাবে, সেটা বোঝার জন্য।” এমন প্রশ্নে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অনন্যা। তার স্পষ্ট জবাব ছিল, “আপনি যদি এত বড় প্রযোজক ও পরিচালক হয়েও এটা বুঝতে না পারেন, তাহলে আপনার এই পেশায় থাকা উচিত নয়।”

এই উত্তরে প্রযোজক ক্ষিপ্ত হয়ে বলেন, “তুমি জানো আমি কে? আমি এতজন অভিনেত্রীর সাইজ জানি!” কিন্তু অনন্যাও পিছিয়ে আসেননি। তার কড়া জবাব ছিল, “এই রুম থেকে বেরোনোর পর আপনি বুঝবেন আমি কে।”

অনন্যা (Ananya Chatterjee)জানান, এরপর তিনি ইন্ডাস্ট্রির এক বিশ্বস্ত ব্যক্তিকে পুরো ঘটনাটি খুলে বলেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে, সেই প্রযোজক ফোন করে অনন্যা ও তার পরিবারকে ক্ষমা প্রার্থনা করেন।

অনন্যা স্পষ্ট করেন এই ঘটনা তার ক্যারিয়ারের প্রথম দিকে ঘটেছিল। তবে সাম্প্রতিক সময়ে এমন অভিজ্ঞতা হয়নি। তিনি বলেন, “আমি মনে করি, এমন ঘটনা গোপন না রেখে প্রকাশ্যে আনা উচিত। এতে অন্যদের সচেতন হওয়া সম্ভব।”

উল্লেখ্য,আগামী ২৩ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)ছাড়াও এখানে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং সুহত্র মুখোপাধ্যায়। এবার তিনি দর্শকদের কী উপহার দেন, সেটাই এখন দেখার।