Amitabh Bachchan: অমিতাভের কণ্ঠস্বর শোনা যাবে না যতত্রত

মনে পড়ে অমিতাভের প্রথম ছবির কথা? মনে পড়ে তার প্রথম ডায়লগ ? আজকের বিগ বি এ কে এ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ” ভুবন সোম “ছবিতে…

মনে পড়ে অমিতাভের প্রথম ছবির কথা? মনে পড়ে তার প্রথম ডায়লগ ? আজকের বিগ বি এ কে এ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ” ভুবন সোম “ছবিতে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে প্রথম পদার্পণ করেন সিনেমা জগতে। এমনভাবেই তার হিন্দি জগতে পা রাখা। তারপর ধীরে ধীরে তার কণ্ঠস্বর হয়ে ওঠে একক এবং অদ্বিতীয়। তার কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে প্রচুর ভালো ভালো মাপের প্রজেক্ট হয়েছে বলিউডে। শুধু কেন বলিউড? এর বাইরেও প্রচুর কাজ করেছেন তিনি। এখনো পর্যন্ত তার কণ্ঠস্বর স্বতন্ত্রতা বজায় রেখেছে। শুধুমাত্র কি তাই ? তার ছবি দেখে এখনো পর্যন্ত ব্র্যান্ডিং করে বড় বড় মাপের কোম্পানিরা । কখনো আবার তার সুরেলা কণ্ঠে মজেছে ৮ থেকে ৮০ ।

Advertisements

অনেক সময় দেখা যে অনুমতি ছাড়াই তার কন্ঠস্বর, ছবি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আর সেখানেই ঘোর আপত্তি বিগ বির । তাই এবার সাফ জানিয়ে দিলেন অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না তার কণ্ঠস্বর, ছবি । জানা যাচ্ছে শুক্রবার দিল্লি আদালতে তার আইনজীবী এমনই দাবি জানান । এরপর দিল্লি হাইকোর্ট থেকে এ দাবি মানা হয় এবং এবং জানানো হয় এরপর থেকে অমিতাভ বচ্চনের ছবি এবং কণ্ঠস্বরের অধিকার শুধু তারই থাকবে । তার অনুমতি ছাড়া অযাচিতভাবে কেউই ব্যবহার করতে পারবে না তার কণ্ঠস্বর কিংবা ছবি।

বিজ্ঞাপন