Amitabh Bachchan: পুরোনো ভালোবাসার স্মৃতিতে গা ভাসালেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন! তবে কি তাঁর জীবনে রেখাকে আরও একবার ফিরে পেতে চান? অমিতাভ বচ্চন ও রেখা ৭০-৮০ দশকের বিনোদন জগতে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল। তাঁদের অভিনয় দক্ষতা এতটাই সিনে প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল যে সেই জায়গায় আর কোনো জুটি জায়গা করতে পারেনি। শুধু অভিনয় নয় সমান ভাবে চর্চায় ছিল তাঁদের ব্যক্তিগত প্রেমের সম্পর্ক।
অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত বর্তমান। তবে বলিউডের যে এক যুগ ধরে এই জুটি পর্দায় দাপিয়ে বেরিয়েছেন সে বিষয় কোনও সন্দেহ নেই। তবে রেখা সম্পর্ক নিয়ে স্পষ্ট মন্তব্য করলেও অমিতাভ এই প্রসঙ্গে আজও চুপ করে আছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চা ফিকে না হলেও সম্পর্কের সমীকরণগুলো খুব স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে। তবে সম্প্রতি অমিতাভের পোস্ট খানিক যেন অন্য ইঙ্গিত দিচ্ছে।
৮১ বছর বয়সে এসে অমিতাভ বচ্চন হঠাৎই শেয়ার করে বসলেন রেখার সঙ্গে তোলা একটি ছবি। এই ছবি তিনি শেয়ার করেছেন তিনি তাঁর ব্লগে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন, পাশে দাঁড়িয়ে রয়েছেন রেখাও। এই ছবির পিছনে রয়েছে বহু ইতিহাস। তাও এদিন জানিয়ে দিলেন অমিতাভ। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই ছবির পিছনে অনেক বড় গল্প রয়েছে। কোনও একদিন সেই গল্প আমি তোমাদের বলব।’
View this post on Instagram