Tuesday, October 14, 2025
HomeEntertainmentLakshadweep Vs Maldives: ‘আমাদের আত্মনির্ভরতার ক্ষতি করবেন না’- লাক্ষাদ্বীপ বিতর্কে সরব বিগ...

Lakshadweep Vs Maldives: ‘আমাদের আত্মনির্ভরতার ক্ষতি করবেন না’- লাক্ষাদ্বীপ বিতর্কে সরব বিগ বি

Lakshadweep Vs Maldives: লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মধ্যে বিরোধের বিষয়টি নিয়ে এইমুহূর্তে উত্তপ্ত গোটা দেশ। এখনও অবধি, চলচ্চিত্র থেকে ক্রিকেট বিশ্ব, অনেক সেলিব্রিটিরাই লাক্ষাদ্বীপের পক্ষে নিজেদের সমর্থন দেখিয়েছেন। এই তালিকায় নাম জুড়ল অমিতাভ বচ্চনেরও। আসলে, টুইটার, ইনস্টাগ্রামে ব্লগ লেখার জন্য এমনিতেই জনপ্রিয়তা লাভ করেছেন অমিতাভ বচ্চন। এবার মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপের আলোচিত বিষয় অমিতাভ বচ্চনের মতামত রীতিমত গা গরম করে দিয়েছে নেটজনতার।

Advertisements

অমিতাভ বচ্চন সম্প্রতি এক্স-এ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের একটি টুইট শেয়ার করেছেন। যেখানে ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতের ছবি দেখা যাচ্ছে। ওই ট্যুইটে শেওয়াগ বলেছিলেন যে ভারত সরকার এই পুরো বিষয়টি দেখে পর্যটনে অনেকটাই উন্নতি করতে পারবেন। এটি ভারতের অর্থনীতির জন্য খুবই লাভজনক হবে।

Advertisements

অমিতাভ বচ্চন বীরেন্দ্র শেওয়াগের সঙ্গেই একমত হয়ে বললেন, “বীরু পাজি… এটা খুবই সঠিক এবং আমাদের দেশের জন্য সঠিক… আমাদের নিজেদের জিনিসই সেরা… আমি লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি এবং তারা আশ্চর্যজনক। অতি সুন্দর জায়গা… বিস্ময়কর। এখানকার জলের নীচের অভিজ্ঞতাও একেবারে অবিশ্বাস্য… আমরা ভারতীয়, আমরা স্বনির্ভর, আমাদের আত্মনির্ভরতার ক্ষতি করবেন না। জয় হিন্দ (Lakshadweep Vs Maldives)।”

আর বীরু পাজির কথায়, ‘ভারত জানে কীভাবে সব বিপর্যয়কে সুযোগে রূপান্তরিত করতে হয়। মালদ্বীপের মন্ত্রীদের আমাদের দেশ এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রতি এইরূপ মন্তব্য। ভারতের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। পর্যটকদের জন্য লাক্ষাদীপকে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ। অর্থনীতিকে আরও চাঙ্গা করার সুযোগ।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments