এক আকাশে দুই সূর্য ! ‘থালাভিয়ার ১৭০’ ছবিতে শাহেনশাহী চমক

সিনেমাপ্রেমীদের জন্য ডবল ট্রিট ! ‘জেলার’ ছবির সাফল্যের পর এ বার বড় চমক দিলেন রজনীকান্ত। প্রায় ৩২ বছর পর ফের জুটি বাঁধতে চলেছেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ‘থালাভিয়ার ১৭০’ ছবিতে দুই সুপারস্টারকে দেখা যাবে একসঙ্গে।

শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ‘থালাভিয়ার ১৭০’-তে। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, সে কথা নির্দিষ্ট করে জানাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, এ বছরের শেষ দিকেই শুটিং শুরু হবে। রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তাঁর প্রতি সম্মান জানিয়েই ছবির এমন নামকরণ। দুই মহাতারকা যুগলবন্দি দেখতে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

   

শেষ বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘হম’ ছবিতে। তার আগে ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতে জুটি বেঁধেছিলে তাঁরা। বর্তমানে দুই তারকাই ব্যস্ত। হাতের কাজ শেষ করেই নতুন ছবির কাজ শুরু করবেন তাঁরা।

নেটপাড়ায় এই ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ভেসেছেন অনুরাগীরা। অনেকে রজনীকান্ত-অমিতাভের পুরনো ছবি শেয়ার করে যেন নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। জানা গেছে, আগামী জানুয়ারিতেই দক্ষিণ ভারতে পোঙ্গল উৎসবের সময়ে মুক্তি পাবে ‘থ্যালাইভার ১৭০’। বিগ বাজেটের এই ছবি দেখতে আপাতত মুখিয়ে সিনেমাপ্রেমী মানুষরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন