ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলস্টোন গড়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ‘পুষ্পা ২’(Pushpa 2)। মাত্র এক সপ্তাহে ছবিটি ভারতীয় সিনেদুনিয়ার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। বলিউড এবং দক্ষিণী সিনেমার বহুল ব্যবসা করা ছবিগুলিকেও পিছনে ফেলেছে এই সিনেমা। ‘পুষ্পা ২’ হাজার কোটির ক্লাবে প্রবেশ করতেই নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা হল রাজনীতিতে (Politics) আল্লু অর্জুনের (Allu Arjun) অভিষেক! এই নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে।
শোনা গিয়েছে ‘পুষ্পা ২’ (Pushpa 2 success) -এর ব্যাপক সাফল্যের পর, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে সাক্ষাৎ করেছেন । এর সঙ্গে জড়িয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনীতির (Politics) ময়দানে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন আল্লু অর্জুন(Allu Arjun) । তবে আল্লু অর্জুনের টিম থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।
অল্লু অর্জুনের (Allu Arjun) টিম সংবাদ মাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, “এই খবরটি মিথ্যে। আমরা পরিষ্কার করে দিতে চাই যে, আল্লু অর্জুন রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা করছেন না। সকলকে অনুরোধ করব, যেন এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানো না হয়। সঠিক খবর জানার জন্য আল্লু অর্জুনের টিমের ওপরেই ভরসা রাখুন।”
View this post on Instagram
একদিকে যেমন ‘পুষ্পা ২’(Pushpa 2 success) -এর সাফল্যে রাজনীতি নিয়ে আলোচনা তুঙ্গে। ঠিক সেই সময়ে সিনেমাটির বক্স অফিস রিপোর্টও চোখে পড়ার মতো। আট দিনের মাথায় বিশ্বব্যাপী ১১০৫ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমা ইতিমধ্যে রেকর্ড তৈরি করেছে। আর যদি এই গতিতে চলতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যেই এটি ‘কেজিএফ’ এবং ‘RRR’-এর রেকর্ডও ভেঙে ফেলতে পারে।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবিটি কিছু বিতর্কের মুখেও পড়েছে। কয়েকদিন আগে সিনেমার বিরুদ্ধে ক্ষত্রিয়দের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল। করণি সেনা এ নিয়ে নির্মাতাদের মারধর করার হুমকি দিয়েছিল। তবে, এসব বিতর্ক এবং সমালোচনার মধ্যেও সিনেমার ব্যবসায়িক সাফল্য অব্যাহত রয়েছে।
উল্লেখযোগ্য যে, ‘পুষ্পা ২’(Pushpa 2) ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে এবং এটি প্রত্যেক অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। তেলুগু, তামিল এবং হিন্দি—সব ভাষাতেই ছবিটি বিশাল ব্যবসা করছে এবং আল্লু অর্জুনের (Allu Arjun) অভিনয় প্রশংসিত হচ্ছে।