আম্বেদকর বিতর্কে অমিত শাহকে তোপ দাগলেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়

**Ambedkar Controversy: South Superstar Thalapathy Vijay Slams Amit Shah**

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে শাহর কটাক্ষপূর্ণ (Ambedkar Controversy) মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। বিষয়টি নিয়ে শুধু রাজনৈতিক মহলেই নয়, এবার প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী সুপারস্টার তথা সদ্য রাজনীতিতে পা রাখা থলপতি বিজয় (Thalapathy Vijay)। তিনি শাহর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, “আম্বেদকরের নামেই এঁদের অ্যালার্জি।”

Advertisements

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান নিয়ে বিতর্ক চলাকালীন অমিত শাহ (Amit Shah) বলেন, “এখন একটা ফ্যাশন হয়েছে—আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত, তবে সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” একই সঙ্গে তিনি কটাক্ষ করে প্রশ্ন করেন, “১০০ বার ওর নাম নিলেও তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে কি আম্বেদকর খুশি ছিলেন?”

   

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধী শিবির (opposition party) উত্তাল। কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দল অমিত শাহর (Amit Shah) মন্তব্যকে “আম্বেদকরের চূড়ান্ত অবমাননা” বলে অভিহিত করেছে। তারা শাহর পদত্যাগের দাবি তুলেছে এবং সংসদে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এনেছে। কংগ্রেস আবার শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর বরখাস্তের দাবি জানিয়েছে।

Advertisements

এরই মধ্যে থলপতি বিজয়ের (Thalapathy Vijay) প্রতিক্রিয়া বিষয়টিতে নতুন মাত্রা যোগ করেছে। এক্স-হ্যান্ডেলে পোস্ট করে বিজয় লেখেন, “কারও কারও বি আর আম্বেদকরের নামে অ্যালার্জি আছে। আম্বেদকর অতুলনীয় রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী। তিনি সমস্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিলেন। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর—আসুন আমরা আমাদের হৃদয়ে আনন্দের সঙ্গে তাঁর নাম উচ্চারণ করি।”

প্রসঙ্গত, থলপতি বিজয় (Thalapathy Vijay) সম্প্রতি তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ করেছেন। তিনি নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ গঠন করেছেন এবং ঘোষণা করেছেন, শীঘ্রই সিনেমা থেকে বিদায় নিয়ে রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ করবেন। যদিও আসন্ন লোকসভা নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না, তাঁর লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন।