আল্লুর ফিরিয়ে দেওয়া বলিউডি ছবি মোড় ঘুরিয়েছিল ভাইজানের কেরিয়ারের

সলমান খান , বলিউডের একচ্ছত্র অধিপতি। অপরদিকে কম যান না দক্ষিণী তারকা আল্লু অর্জুন। চলতি বছরে বক্স অফিসে সলমানের খরা চললেও ‘পুষ্পা’-র দৌলতে আল্লু অর্জুনের…

alla arjun

short-samachar

সলমান খান , বলিউডের একচ্ছত্র অধিপতি। অপরদিকে কম যান না দক্ষিণী তারকা আল্লু অর্জুন। চলতি বছরে বক্স অফিসে সলমানের খরা চললেও ‘পুষ্পা’-র দৌলতে আল্লু অর্জুনের সফলতা তুঙ্গে। এই মুহূর্তে বলিউডের বহু তারকা তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। কিন্তু একসময় বলিউডের একটি যুগান্তকারী ফিল্মের অফার ছেড়ে দিয়েছিলেন আল্লু অর্জুন। পরবর্তীকালে সেই ফিল্মের দৌলতে বদলে গিয়েছিল সলমানের ভাগ্য।

   

ফিল্মের নাম ‘বজরঙ্গী ভাইজান’। 2015 সালে এই ফিল্মের পরিচালক কবীর খান আল্লু অর্জুনের কাছে ‘বজরঙ্গী ভাইজান’-এর চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন। বজরঙ্গী ভাইজানের চরিত্রে তিনি চেয়েছিলেন আল্লু অর্জুনকে। কিন্তু ডেট দিতে পারেননি আল্লু অর্জুন। তিনি ব্যস্ত ছিলেন অন্য ফিল্ম নিয়ে। ফলে কবীরের প্রস্তাবে রাজি হননি তিনি। এরপর সলমান এই ফিল্মে অভিনয় করতে রাজি হন। ‘বজরঙ্গী ভাইজান’ ছিল সেই বছরের অন্যতম সফল ফিল্ম। সলমানের অভিনয়কেও এক নতুন আলো দিয়েছিল এই ফিল্ম।

কিন্তু এরপর সাত বছর কেটে গেলেও আল্লু বলিউডে কাজ করতে পারেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,হিন্দি ফিল্মে অভিনয় তাঁর কেরিয়ারের একটি উল্লেখযোগ্য মোড় হবে। ফলে কাজ করার জন্য সঠিক প্রস্তাব বাছতে চান তিনি। এই কারণে বলিউড থেকে একাধিক বার অফার আসলেও তাঁর যোগ্য অফারের অপেক্ষায় রয়েছেন আল্লু অর্জুন।