মুম্বই, ২০ অক্টোবর: বলিউড তারকা রণবীর সিং রবিবার জানালেন, তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের আসন্ন ছবিটি হতে চলেছে একেবারেই আলাদা অভিজ্ঞতা। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে দীপিকার এই প্রথম জুটি, আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্লকবাস্টার মেকার অ্যাটলি।
রণবীরের ভাষায়, “এই ছবিটি এমন এক ভিজ্যুয়াল আর গল্পের দুনিয়া তৈরি করছে, যা আগে ভারতীয় দর্শকরা কখনও দেখেননি। দীপিকার চরিত্র, উপস্থাপনা—সবই ভীষণ অনন্য।” তিনি আরও যোগ করেন, এই প্রজেক্ট কেবল বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রির সঙ্গেও ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানে তুলে ধরবে।
আল্লু অর্জুন–দীপিকার প্রথম জুটি
এটাই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা ও আল্লু অর্জুনকে। ‘পুষ্পা’ খ্যাত নায়কের সঙ্গে দীপিকার রসায়ন কেমন হয়, তা নিয়েই এখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ।
অ্যাটলির নতুন চমক
অ্যাটলি ইতিমধ্যেই শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির সাফল্যের পর আলোচনায়। এবার তাঁর হাতে আরও একটি উচ্চাভিলাষী ছবি। ইন্ডাস্ট্রির খবর, বিশাল বাজেট আর অত্যাধুনিক ভিএফএক্স এই প্রজেক্টকে করে তুলবে সত্যিকারের প্যান-ইন্ডিয়া স্পেক্ট্যাকল।
রণবীরের উচ্ছ্বাসই প্রমাণ করছে, সিনেমাপ্রেমীরা এবার সত্যিই পেতে চলেছেন এক ভিন্ন অভিজ্ঞতা। দীপিকা, আল্লু অর্জুন আর অ্যাটলির মেলবন্ধনে ভারতীয় সিনেমার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।