Alia Bhatt-Ranbir Kapoor Wedding: বাজল সানাই, রণবীর-আলিয়ার পরিণয়ের অনুষ্ঠান শুরু

Ranbir Kapoor & Alia Bhatt’s Marriage Preparations

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। হলদির অনুষ্ঠান শেষে এবার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। বিয়ের জন্য বৈশাখের পয়লা তারিখ বেছেছে কাপুর খানদান। ৪৩ বছর আগে এই দিনেই বাগদান সেরেছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুর। আর রণবীর-আলিয়ার বিয়ের জন্যও তাই বৈশাখের প্রথম দিনটিকেই বেছেছেন নীতু।

প্রথমে ঠিক হয়েছিল রণবীরের বাস্তু বাড়িতে বসবে বিয়ের আসর। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে জায়গা বদলেছে। বাস্তুর বাড়ির বদলে মুম্বইয়ের তাজ কোলাবায় হবে বিয়ে। রণবীর ও আলিয়ার বিয়েতে আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। আজ তাঁদের বিয়েতে নিমন্ত্রিত রয়েছেন বলিউডের একাধিক সেলেব্রটিও। তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সঞ্জয় লীলা বনশালি, রোহিত ধাওয়ান, বরুণ ধাওয়ান, জোয়া আখতার।

   

একেবারে ঘরোয়াভাবে হবে বিয়ে। শোনা যাচ্ছে তাঁদের বিয়েতে বাজবে না বলিউডের কোনও ছবির গান। রণবীর নিজেই নাকি এমন অনুরোধ করেছেন। লো প্রোফাইল বিয়েই পছন্দ রণবীরের। বিয়ে উপলক্ষে আলিয়ার বাড়ি সেজেছে আলোয়। বিয়েতে পরার জন্য বর ও কনে দুজনেই সব্যসাচী মুখার্জি ও মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক ও জুয়েলারি বেছেছেন। আজ সন্ধে ৭টায় মিডিয়ার সামনে উপস্থিত হবেন রণবীর ও আলিয়া। বিয়ের পর সেটিই হবে তাঁদের প্রথম পাব্লিক অ্যাপিয়ারেন্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন