কাপুর পরিবারে সুখের খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান, কন্যা সন্তান জন্ম দিলেন আলিয়া ভাট। সম্প্রতি কয়েক মাস আগেই তার গর্ভবতী হবার খবরে টালমাটাল হয়েছিল বলিউড থেকে টলিউড। দিদা নিতু কাপুর থেকে শুরু করে করণ জোহার মাথায় আশীর্বাদের হাত ছিল সবারই। তার মাঝে গর্ভবতী অবস্থায় শুটিং চালিয়ে গেছে আলিয়া ভাট এবং প্রমোশনও করে গেছেন দেদার।
সূত্রের খবর অনুযায়ী আজ সকালে রনবির কাপুর এবং আলিয়া ভাট হাসপাতালে আসেন ডেলিভারির জন্য। আজ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে জন্ম নিলেন আলিয়ার প্রথম সন্তান তথা কাপুর পরিবারের আরো এক রত্ন।