লালবাহাদুরের নির্দেশে পাকিস্তানে সেই এয়ারস্ট্রাইক এবার অক্ষয়ের সিনেমায়

২রা অক্টোবরে, আজ গান্ধী জয়ন্তীর পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। আর এই লালবাহাদুর শাস্ত্রীর আমলেই ভারত প্রথম এয়ার স্ট্রাইক করেছিল। এবার সেই গল্প…

২রা অক্টোবরে, আজ গান্ধী জয়ন্তীর পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। আর এই লালবাহাদুর শাস্ত্রীর আমলেই ভারত প্রথম এয়ার স্ট্রাইক করেছিল। এবার সেই গল্প নিয়ে আসছে খিলাড়ি কুমার।তাঁর ছবির নাম ‘স্কাই ফোর্স’। অক্ষয় নিজে সোশ্যাল মিডিয়ায় ছবিটির টিজার শেয়ার করেছেন। ষাটের দশকে ভারত-পাক যুদ্ধের সময় যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে।

টিজারে দেখা যাচ্ছে, ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটার ক্লিপ । সঙ্গে বারবার ভেসে উঠছে জয় হিন্দ ধ্বনি।এই ছবিটি তুলে ধরা হবে সেই সমস্ত ভারতীয় বীর সেনা জওয়ানদের কথা যাঁরা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে এয়ার স্ট্রাইক করেছিলেন।

   

এই ভিডিয়ো পোস্ট করে অক্ষয় লেখেন, ‘আজ গান্ধী-শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কীই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, জয় হিন্দ, জয় ভারত।’

পরের বছর গান্ধী জয়ন্তী উপলক্ষে অর্থাৎ ২ অক্টোবর, ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে এই ছবি। স্কাই ফোর্স পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কপুর এবং প্রযোজনা করেছেন দিনেশ ভিজান এবং জ্যোতি দেশপান্ডে। তাদের প্রযোজনা ব্যানার ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর অধীনে ছবিটি মুক্তি পাবে।