HomeEntertainment‘সিংঘম এগেইন’ ট্রেলার লঞ্চে অনুপস্থিত অক্ষয় কুমার, শেয়ার করলেন বিশেষ বার্তা!

‘সিংঘম এগেইন’ ট্রেলার লঞ্চে অনুপস্থিত অক্ষয় কুমার, শেয়ার করলেন বিশেষ বার্তা!

- Advertisement -

দীর্ঘ প্রতিক্ষার অবসান করে সোমবার প্রকাশ্যে এল ‘সিংঘম এগেনে’ (Singham Again) ছবির ট্রেলার। মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে ট্রেলার লঞ্চে এলাহি আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রণবীর সিংহ, অজয় দেবগণ, করিনা কপূর খান। এই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনি তার সমাজ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্য একটি বিশষ বার্তা শেয়ার করেছেন।

ভিডিয়ো বার্তায় অক্ষয় (Akshay Kumar) বলেন, ‘হাউসফুল থিয়েটার আমাদের আনন্দ দেয়। আমার মনে আছে মহামারী চলাকালীন ৫০ শতাংশ সিটের জন্য টিকিট বিক্রি করা যাচ্ছিল। তবুও দর্শকেরা আমার এবং রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’ দেখতে এসেছিলেন। আপনারা পাশে থাকলে এই ছবিও ব্লকবাস্টার হতে পারে। তাই আমার একমাত্র অনুরোধ আপনাদের কাছে অনুগ্রহ করে ‘সিংঘম এগেইন’- এর পাশে থেকে আবার এই ছবিকে ব্লকবাস্টার করে তুলুন।’

   

তিনি (Akshay Kumar) আরও বলেন, ‘আমার ভাই টাইগার শ্রফও এই ছবিতে আছেন। টাইগার নিজের কথা নিজে খুব একটা বলেন না। টাইগার কিছুটা লাজুক, এই কারণেই আমাদের সেখানে রণবীর সিংও রয়েছেন। আসুন আমরা এই মরসুমে একসঙ্গে আমরা দীপাবলি উদযাপন করি।’ তারপর তিনি অজয় দেবগণের উদ্দেশ্যে বলেন, ‘অজয় আমি তোমাকে ভালোবাসি।’

প্রসঙ্গত, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ‘সিংঘম এগেইন’ (Singham Again) ছবির ৫ মিনিটের ট্রেলার । এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেলার দেখা যায়নি। সীতাহরণের প্রতিশোধে রামের রাবণবধ এবং হনুমানের লঙ্কাকাণ্ডের প্রসঙ্গ টেনে গল্প বুনেছেন পরিচালক রোহিত শেট্টি।

আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’(Singham Again)। ছবির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular