Ajay Dev Gan: অজয়ের হাতে ৫০ দিনে ৫টি ছবি, সংঘর্ষ বাঁধবে অক্ষয়-টাইগারের সঙ্গে

Ajay Dev Gan: গত বছর, দেখা মেলেনি অজয় ​​দেবগনের। তাঁর একটি মাত্র সিনেমা ‘ভোলা’ মুক্তি পেয়েছিল, যা দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবে এ বছর অজয়…

Ajay Dev Gan

Ajay Dev Gan: গত বছর, দেখা মেলেনি অজয় ​​দেবগনের। তাঁর একটি মাত্র সিনেমা ‘ভোলা’ মুক্তি পেয়েছিল, যা দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবে এ বছর অজয় ​​বড় ধামাকা করতে চলেছেন। ১-২টি নয়, আগামী ৫০ দিনের মধ্যে তাঁর ৫টি ছবি মুক্তি পেতে চলেছে। মজার বিষয় হল অজয় তাঁর পরবর্তী ছবি ‘ময়দান’, নিয়ে বক্স অফিসে লড়াই করবেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ‘বাদে মিয়াঁ ছোটে মিয়া’ ছবির সঙ্গে।

2024 সালের এপ্রিল মাসে ঈদের সময় মুক্তি পেতে চলেছে অজয় ​​দেবগনের বহু প্রতীক্ষিত ছবি ‘ময়দান’। আর অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বাদে মিয়াঁ ছোটে মিয়া’ও মুক্তি পাবে ঈদ উপলক্ষেই।

   

‘ময়দান’-এ অজয় ​​কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। সৈয়দ আবদুল রহিম 1950 থেকে 1963 সালে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন প্রিয়মণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ।

এদিকে ‘বাদে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখা যাবে। ছবিটির টিজার মুক্তি পাবে 24 জানুয়ারি। প্রথমবার একসঙ্গে কাজ করবেন টাইগার ও অক্ষয়। স্কটল্যান্ড, লন্ডন এবং সংযুক্ত আরব আমিরাতের দর্শনীয় লোকেশনে ছবিটির শুটিং হয়েছে বলে খবর।

শুধু ‘বাদে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এবং ‘ময়দান’ নয়, অজয় ​​দেবগনের আরও একটি ছবি বক্স অফিসে বড়সড় ক্ল্যাশ করবে। রোহিত শেঠির ছবি ‘সিংহম এগেইন’ স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট মুক্তি পাবে, আর আল্লু অর্জুনের ‘পুষ্প 2: দ্য রুল’ও একই দিনে মুক্তি পাচ্ছে।

বোঝাই যাচ্ছে যে চলতি বছর বক্স অফিসে কাঁপাবেন অজয় একাই। তাঁর কাছে রয়েছে থ্রিলার মুভি ‘শয়তান’। ছবিটি 2024 সালের 8 মার্চ মুক্তি পাবে। ঈদ উপলক্ষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে ‘ময়দান’। তার ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে স্বাধীনতা দিবস উপলক্ষে। তার ‘রেইড 2’ও রয়েছে অজয়ের হাতে, যেটি 15 নভেম্বর পর্দায় আসবে৷ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন বাণী কাপুর ও রিতেশ দেশমুখ। আর পঞ্চম ছবির নাম ‘অরন মে কাহান দম থা’।