এখন বলিউডের (Bollywood) সেরার সেরা আইটেম ডান্সারের শিরোপা রয়েছে নোরা ফাতেহির মাথায়। তাঁর একটি ডান্স পার্ফরমেন্স ছবির জন্য যেন বাড়তি মাইলেজ। নোরার ডান্সের সিগনেচার স্টেপ বরাবরই জনপ্রিয়। তবে নোরা ফাতেহি কেবল নয়, বলিউডে বিভিন্ন সময় বিভিন্ন সেলেবকেই আইটেমডান্স করতে দেখা গিয়েছে। বিবাহিত হয়েও অনেক অভিনেত্রী কিন্তু পিছপা হননি আইটেম ডান্সার হতে। এবার চটপট দেখে নিন কোন কোন অভিনেত্রী সেরার সেরা আইটেম ডান্সার হিসেবে বলিউডে পরিচিত।
ঐশ্বর্য রাই বচ্চন:
ঐশ্বর্য রাই বচ্চন কোথাও গিয়ে যেন অভিষেকের মুখের দিকে তাকিয়েই এক প্রকার কাজরারে ছবিতে আইটেম ডান্সে রাজি হয়েছিলেন। কারণ আইটেম ডান্সে তাঁকে খুব একটা দেখা যায় না। এমনটাই শোনা যায় বি টাউনে কান পাতলে।
দীপিকা পাড়ুকোন:
সার্কাস ছবির ট্রেলার মুক্তিতেই মিলল ঝলক। সেখানেই এবার রণবীর সিং-এর সঙ্গে আইটেম ডান্স করতে দেখা গেল দীপিকাকে। তবে এটাই প্রথম নয়, এর আগেও তিনি নজর কেড়েছেন শাহরুখের সঙ্গে। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে দীপিকাকে আইটেম ডান্সার হিসেবে দেখেছেন দর্শকরা।
জেলেনিয়া ডিসুজা:
রীতেশ দেশমুখের সঙ্গে জেনেলিয়াকেও দেখা গেছিল আইটেম ডান্সে। মারাঠি ছবি মৌলি-তে আইটেম নম্বরে নাচ করতে দেখা যায় বলিউডের এই জুটিকে।
মালাইকা আরোরা:
মালাইকা আইটেম ডান্সে বরাবরই নজর কাড়ে দর্শকদের। তবে আরবাজ খানের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে ‘মুন্নি বদনাম হুই’ গানের তালে নাচ করে সকলের নজর কেড়েছেন তিনি। এছাড়াও মালাইকার ডান্স স্টেপ সমসময়ই চর্চার শীর্ষে থাকে।