Aishwarya-Abhishek: দীর্ঘ 16 বছর সংসারের পর ডিভোর্সের পথ বেছে নেওয়া কি এতটাই সহজ! আরাধ্যাও অনেকটাই বড় হয়ে গিয়েছে। এমন অবস্থায় বাবা মায়ের ডিভোর্সটা কি সে মেনে নিতে পারবে? উঠেছিল প্রশ্ন। জল্পনা বলছিল, ঐশ্বর্য নাকি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন মেয়ের হাত ধরে। কিন্তু কই। ইদানিংয়ের বেশ কিছু ইভেন্টে তো কাঁধে কাঁধ মেলাতে দেখা গিয়েছে দুজনকে। মেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও তো একসঙ্গে হাজির ছিলেন ঐশ্বর্য-অভিষেক। তাহলে আসল ব্যাপারটা কি? খোলসা হল সত্য।
একে অপরের থেকে আলাদা হবেন না। বিগ বি-র ছেলে ও পুত্রবধূর বিয়ের বন্ধন অটুট থাকবে। একমাত্র কন্যা আরাধ্যাই হল দম্পতির সম্পর্কের সুতো। তাই বিশেষ এই কারণের জন্যই হয়ত আলাদা হবেন না ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। ডিভোর্স না হওয়ার পিছনে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল তাদের মেয়ে আরাধ্যা। সর্বোপরি, এই দম্পতির জগৎ তো একমাত্র মেয়েকে ঘিরেই আবর্তিত হয়। এমন পরিস্থিতিতে, অ্যাশ এবং অভিষেক তাদের 12 বছরের মেয়েকে একসঙ্গে বড় করতে চান। এছাড়াও রয়েছে পরিবারের সম্মানের বিষয়টা। বচ্চন পরিবারের নাম ও মর্যাদা রক্ষার্থে হয়ত বিচ্ছেদের পথে এগোবেন না ঐশ্বর্য।
আসলে, ঐশ্বর্য অভিষেকের সাত জন্মের বন্ধন ছিন্ন হওয়ার পুরো খবরটাই একটা রটনা মাত্র। যদিও এখন পর্যন্ত সব খবরেই দাবি করা হয়েছে যে তাদের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। বা ছিন্ন হতে পারে। মনে রাখবেন, যদি ছিন্ন করারই হতো। তাহলে এতদিন সম্পর্ক ভেঙেই দিতেন। তাই এই বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ মিথ্যা বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।